কিংশুক প্রামাণিক, দুবাই: দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের। দেখেই একগাল হাসি। সৌজন্য বিনিময়। মাদ্রিদ উড়ে যাওয়ার আগেই শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার ভারতীয় সময় সকাল পৌঁনে ১০টা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল। ১২দিনের শিল্প সফরে স্পেনে যাচ্ছেন মমতা (Mamata Banerjee)। কলকাতা থেকে মঙ্গলবারই রওনা দেন। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন তিনি। আর দুবাই বিমানবন্দরে অপেক্ষা করার সময় আচমকাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। মমতাকে দেখেই ডেকে নেন তিনি। দু’জনে একসঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তাও বলেন। চলতি বছর কলকাতায় হতে চলা বিশ্ববাংলা বাণিজ্যিক সম্মেলনে (Bengal Global Business Summit 2023) বিক্রমাসিংহেকে আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী। পালটা তাঁর থেকে শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ পান মমতা।
[আরও পড়ুন: রাজস্থানে ভয়ংকর পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১১ জনের, শোকপ্রকাশ গেহলটের]
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ব্যবহারে আপ্লুত মুখ্যমন্ত্রী। আচমকা সাক্ষাতে তিনি যেভাবে সৌজন্য দেখিয়েছেন, তার প্রশংসা করেছেন মমতা। তাঁর আশা, আমন্ত্রণের সাড়া দিয়ে কলকাতায় বিশ্ববাংলা বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হবেন বিক্রমাসিংহে।
এদিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে হাতে রং-তুলিও তুলে নিয়েছিলেন ফুরফুরে মেজাজের মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের হোটেলে নিজের মতো করে সময় কাটাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রং-তুলি হাতে তুলে নিয়ে আঁকেন ছবি। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী ছবিটির নাম দিয়েছেন আর্থ লাফ্স ইন ফ্লাওয়ার্স।