shono
Advertisement

জিএসটি বিলে রাষ্ট্রপতির সিলমোহর

আইনে পরিণত হল জিএসটি বিল! The post জিএসটি বিলে রাষ্ট্রপতির সিলমোহর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 AM Sep 09, 2016Updated: 08:46 PM Sep 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ এক কর ব্যবস্থা চালুর স্বপ্ন দেখেছিল কংগ্রেস৷ কিন্তু সেই স্বপ্নকে কার্যত ‘হাইজ্যাক’ করে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার৷ ‘গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বা জিএসটি-র সংবিধান সংশোধনী বিলে বৃহস্পতিবার সম্মতি জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের ১ এপ্রিল থেকে দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালু হতে পারে৷ দেশের ১৬টি রাজ্য জিএসটি-র প্রতি তাদের সমর্থন জানিয়েছে৷ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের কর কাঠামোয় এত বড় রদবদল ঘটেনি৷

Advertisement

রাষ্ট্রপতির সবুজ সঙ্কেত পাওয়ার পর এখন বল জিএসটি কাউন্সিলের কোর্টে৷ কাউন্সিলের শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রয়েছেন অন্যান্য রাজ্যের অর্থমন্ত্রীরাও৷ উল্লেখ্য, কংগ্রেসই প্রথম দেশে অভিন্ন কর ব্যবস্থার কথা বলে৷ ২০১১ সালে বাজেট অধিবেশনে ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি চিদম্বরম পণ্য ও পরিষেবা করের বিষয়টি বলেন৷ চার বছরে বিজেপি, সেই সময়ের প্রধান বিরোধী দল এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে পারেনি৷ এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিষয়টি নিজেদের হাতে তুলে নেয়৷ শেষপর্যন্ত গত ৮ আগস্ট মোদি সরকারের বহু প্রচেষ্টার পর বাদল অধিবেশনে পাশ হয়ে যায় জিএসটি বিল৷ লোকসভায় উপস্থিত ৪৪৩ জন সাংসদই জিএসটি-র পক্ষে ভোট দেন৷ লোকসভায় জিএসটি পাশ করার জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন বিল পাশ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দেন, জিএসটি চালু হলে দেশে দুর্নীতি বন্ধ হবে৷ পাশাপাশি, কালো টাকার জমানা শেষ হবে, ‘ট্যাক্স টেররিজম’ বলে আর কিছু থাকবে না, যে কোনও ছোট ব্যবসায়ী সহজে ঋণ পাবেন৷ বস্তুত, দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালুর পথ প্রশস্ত হল নয়া আইনের মাধ্যমে। আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।

The post জিএসটি বিলে রাষ্ট্রপতির সিলমোহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement