shono
Advertisement

‘সাতদিনের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে’, বলছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা

শিব সেনা বাঘ হলে দেবেন্দ্র ফড়ণবিস রিংমাস্টার, কটাক্ষ বিজেপির। The post ‘সাতদিনের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে’, বলছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:13 PM Nov 01, 2019Updated: 04:19 PM Nov 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাত নভেম্বরের মধ্যে সরকার গঠন করতে হবে। না হলে মহারাষ্টে রাষ্ট্রপতি শাসন জারি হবে।’ শুক্রবার এই মন্তব্যই করলেন মহারাষ্ট্রের বিদায়ী অর্থমন্ত্রী ও বিজেপি নেতা সুধীর সচিদানন্দ মুনগন্তীওয়ার। গত ২১ তারিখ মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়েছিল। গত ২৩ তারিখ তার ফলাফলও প্রকাশ হয়। এরপর আটদিন কেটে গিয়েছে। হরিয়ানায় নির্বাচনের আগে জোট না হলেও ফলাফলের পরে জেজেপির সঙ্গে জোট করে সরকার গড়েছে বিজেপি। কিন্তু, মহারাষ্ট্রে নির্বাচনের আগে জোট করেও ফলাফলের পর শিব সেনার সঙ্গে অশান্তি শুরু হয়েছে বিজেপির।

Advertisement

[আরও পড়ুন: ‘মহা’ তাণ্ডবে লাক্ষাদ্বীপে প্রবল ঝড়বৃষ্টি, ঘরছাড়া বহু]

আসলে শিব সেনার আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই গন্ডগোল চলছে। দুই জোট শরিকের টানাপোড়েনের ফলে কংগ্রেস ও এনসিপি পালে হাওয়া পেয়েছে। ফলে রীতিমতো জমে উঠেছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় শিব সেনা ও বিজেপি নেতৃত্ব বাগযুদ্ধে জড়িয়ে পড়ায় তা আরও জটিল হয়েছে। আর এই পরিস্থিতিতে শুক্রবার আগামী ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির প্রভাবশালী নেতা সুধীর মুনগন্তীওয়ার।

শুক্রবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ কোনও একটি দলকে জয়ী করেনি। বিজেপি, শিব সেনা ও অন্য দলগুলির জোটকে বেছে নিয়েছে। আর আমাদের জোটও ফেভিকল বা অম্বুজা সিমেন্টের মতো মজুবত রয়েছে। দেওয়ালির ব্যস্ততার জন্য বিজেপি ও শিব সেনার মধ্যে এখনও এই বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হয়নি। আশা করি এক-দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন না হয়। তাহলে রাষ্ট্রপতি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আসলে শিব সেনা আড়াই বছরের মুখ্যমন্ত্রী প্রস্তাবে অনড় থাকার জন্য যত সমস্যা হচ্ছে।’ 

[আরও পড়ুন:দূষণের জেরে গ্যাস চেম্বার দিল্লি, সরকারি নির্দেশে বন্ধ সমস্ত স্কুল]

সুধীর মুনগন্তীওয়ার যখন শিব সেনার সঙ্গে সরকার গঠনের বিষয় আলোচনা হবে বলে জানাচ্ছেন। ঠিক তখনই কটাক্ষ ও পালটা কটাক্ষের খেলায় মেতেছেন মহারাষ্ট্রের শিব সেনা ও বিজেপি নেতারা। বৃহস্পতিবার প্রয়োজনে শিব সেনা জোট ভেঙে সরকার গড়বে বলে মন্তব্য করেছিলেন দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। তাকে কটাক্ষ করে টুইটারে একটি কার্টুন পোস্ট করেছেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বগ্গা। তাতে দেখা যাচ্ছে, শিব সেনার দলীয় প্রতীক বাঘের সামনে রিংমাস্টারের বেশে দাঁড়িয়ে আছেন দেবেন্দ্র ফড়ণবিস। আর বাঘটির দিকে তাকিয়ে তিনি বলছেন, শেষপর্যন্ত তোকে আসতেই হবে, তবে একটু দেরি হবে।

শিব সেনা আর বিজেপির এই টানাপোড়েন দেখে প্রথম কয়েকদিন কংগ্রেস ও এনসিপি সরকার গঠনের চেষ্টা করছিল। কিন্তু, শুক্রবার তারা সেই দৌড়ে নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন এনসিপির প্রভাবশালী নেতা ও শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। কংগ্রেস ও এনসিপি বিরোধী আসনে বসবে বলেও মন্তব্য করেন তিনি।

The post ‘সাতদিনের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে’, বলছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement