সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে থাকে স্বামী। তবে টাকার বিনিময়ে বন্ধুদের তার স্ত্রীকে ধর্ষণের 'অনুমতি' দিয়ে রেখেছে বলে অভিযোগ। এমনকী বিদেশের মাটিতে বসে স্ত্রীর ধর্ষণের ভিডিও দেখে স্বামী! এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে নির্যাতিতার বিয়ে হয়। চার সন্তান রয়েছে তাঁর। স্বামী সৌদি আরবে অটোমোবাইল মেকানিক হিসাবে কাজ করে। প্রথমে সব ঠিক থাকলেও তিন বছর আগে তাঁর স্বামী বাড়ি ফেরার পর শুরু হয় অত্যাচার। তার দুই বন্ধু মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাতে আপত্তি তোলেনি অভিযুক্ত স্বামী।
তারপর মহিলার স্বামী সৌদিতে কাজের জায়গায় ফিরে গেলেও বন্ধ হয়নি অত্যাচার। দিনের পর দিন বন্ধুরা লাগাতার মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের ভিডিও তৈরি করে। সেই ভিডিও সৌদিতে মহিলার স্বামীকে পাঠিয়ে দেয় তারা। সেখানে বসে সেই ভিডিও দেখে নির্যাতিতার স্বামী। এই সবটাই টাকার বিনিময়ে করেছে বলে অভিযোগ তুলেছেন নির্যাতিতা।
নির্যাতনের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহিলা। জানা গিয়েছে, তিনি এক মাসের অন্তঃসত্ত্বা। তারপরই থানায় অভিযোগ জানান নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।