shono
Advertisement

সন্ত্রাসবাদের যোগ্য জবাব সার্জিকাল স্ট্রাইক: রাষ্ট্রপতি

লোকসভা ও বিধানসভা নির্বাচনের উপর গঠনমূলক আলোচনার পক্ষেও কথা বলেন তিনি৷ The post সন্ত্রাসবাদের যোগ্য জবাব সার্জিকাল স্ট্রাইক: রাষ্ট্রপতি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Jan 31, 2017Updated: 08:59 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে  ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক, সন্ত্রাসের যোগ্য জবাব৷ এমনটাই বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মঙ্গলবার, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ লোকসভা ও বিধানসভা নির্বাচনের উপর গঠনমূলক আলোচনার পক্ষেও কথা বলেন তিনি৷

Advertisement

কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রসংশা করে রাষ্ট্রপতি এবারের সাধারণ বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন৷ ভারতের ইতিহাসে এবার এ প্রথম রেল বাজেট ও সাধারণ বাজেট একই সঙ্গে পেশ করা হবে৷ শুধু তাই নয়, ২৮ তারিখের পরিবর্তে এবার সাধারণ বাজেট ১ ফেব্রুয়ারি মাসে পেশ করা হবে৷

গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

গত আর্থিক বর্ষে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও নীয়জের বক্তব্যে উল্লেখ করেন প্রণব মুখার্জী৷ পাকিস্তানের নাম না করে তিনি সীমান্তপার থেকে সন্ত্রাস ছড়ানোর চক্রান্তের নিন্দা করেন৷ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ কেন্দ্রীয় সরকার সন্ত্রাস দমনে ও শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর৷

বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের

দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনার তারিফ করেন তিনি৷ গণতন্ত্রের আসল পরিচয় দিতে সক্ষম হয়েছে ভারতবর্ষ, এমন মন্তব্যও তিনি করেন৷ গরিব, দলিত, শোষিত, কৃষক এবং শ্রমিকদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন কথাও জানান তিনি৷

রাষ্ট্রপতির বক্তব্যের পাশাপাশি এদিন বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেট অধিবেশনে সব দলের সুষ্ঠু উপস্থিতি কামনা করেন তিনি৷ বাজেট অধিবেশনে যে কোনও ধরনের আলোচনাকেই স্বাগত জানানো হবে বলে বক্তব্য প্রধানমন্ত্রীর৷

The post সন্ত্রাসবাদের যোগ্য জবাব সার্জিকাল স্ট্রাইক: রাষ্ট্রপতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement