shono
Advertisement

আরও মহার্ঘ পেট্রল-ডিজেল, দাম বাড়ল রান্নার গ্যাসেরও

মাথায় হাত মধ্যবিত্তের৷ The post আরও মহার্ঘ পেট্রল-ডিজেল, দাম বাড়ল রান্নার গ্যাসেরও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 AM Sep 02, 2018Updated: 10:14 AM Sep 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে জ্বালানির খরচ৷ রবিবার আবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ পেট্রলের দাম বাড়ল ১৬ পয়সা ও ডিজেলের ৩৪ পয়সা৷ পাশাপাশি, ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা৷

Advertisement

[‘বিদ্রোহী’-দের মধ্যে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি বাছলেন দীপক মিশ্র]

গত শুক্রবার রেকর্ড পতন হয় টাকার মূল্যে৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়াল ৭০ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৭১ টাকা৷ এরপর থেকেই বাড়তে থাকে পেট্রল ও ডিজেলে দাম৷ শুক্রবারের পর শনিবারও বাড়ে দাম৷ মহার্ঘ হতে থাকে জ্বালানি৷ শনিবারের তুলনায় রবিবার, ১৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ৮১ টাকা ৭৬ পয়সা এবং ৩৪ টাকা বেড়ে ডিজেলের দাম দাঁড়াল লিটার প্রতি ৭৩ টাকা ৬১ পয়সা৷ একইভাবে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা৷ দাম দাঁড়াল ৮৫৯ টাকা৷ এই দাম বৃদ্ধির ফলে স্বভাবতই হাত পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের কপালে৷ কী করবেন ভেবে কূল পাচ্ছেন না তাঁরা৷

[কুতুব মিনারকে ছাড়িয়ে যাবে ময়লার ঢিপি! চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে]

একইভাবে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে নয়াদিল্লি ও মুম্বইতে৷ রাজধানীতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৭৮ টাকা ৮৪ পয়সা৷ ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭০ টাকা ৭৬ পয়সা৷ মুম্বইতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৮৬ টাকা ২৫ পয়সা ও ডিজেলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৫ টাকা ১২ পয়সা৷ এর কারণ হিসাবে দুটি বিষয়কে দায়ী করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের অপরিশোধিত তেলের ও জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি৷

The post আরও মহার্ঘ পেট্রল-ডিজেল, দাম বাড়ল রান্নার গ্যাসেরও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement