সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলসুখনগরে হামলায় অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিনের(আইএম) তৃণমূল স্তরের সদস্যদের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করতে পারলেও তাদের মাথা রিয়াজ ভাটকল এখনও বহাল তবিয়তে রয়েছে৷ ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা আইএসআই-র কাছ থেকে নিয়মিত মোটা আর্থিক সাহায্য পাচ্ছে৷ সেই টাকা ও পাক রেঞ্জার্সের সামরিক সরঞ্জামের উপর নির্ভর করেই এ দেশে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা, সতর্ক করল এনআইএ৷
বিশেষ সূত্রের খবর, করাচিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বিলাসবহুল জীবন কাটাচ্ছে ভাটকল৷ এনআইএ-র গোয়েন্দারা জানিয়েছেন, একা ভাটকল নয়, তার ভাই ইকবাল ভাটকল-সহ অন্যান্য আইএম সদস্যরাও আইএসআই-এর কাছ থেকে নিয়মিত মোটা ‘বেতন’ পায়৷ রিয়াজের জন্যই ভেঙে গিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন৷ শফি আরমরের সঙ্গে তার মতানৈক্যের পর আইএসআই-এর হাত ধরে রিয়াজ৷ রিয়াজের কাছে রয়েছে পাকিস্তানের পাসপোর্ট৷ দিলসুখনগরে হামলা চালাতে রিয়াজ হাওয়ালার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল আইএম সদস্যদের৷ হায়দরাবাদের কয়েকটি নির্দিষ্ট লোকেশনে বিস্ফোরণ ঘটানোই রিয়াজের পরবর্তী টার্গেট বলে জানিয়েছেন এনআইএ-র গোয়েন্দারা৷
The post পাকিস্তানের ছত্রছায়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছে মুজাহিদিন জঙ্গি নেতা appeared first on Sangbad Pratidin.