সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬৫ সালেই আত্মনির্ভরতার কথা শুনিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়। যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর সেই স্বপ্নই এখন পূরণ হচ্ছেয মৃত্যুদিবসে দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার বিজেপির সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই সময় দেশের আত্মনির্ভরতার ‘রূপকার’ হিসেবে দীনদয়াল উপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি।
এদিন মোদি বলেন, “১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ই আত্মনির্ভরতার পরামর্শ দিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়। বলেছিলেন, সামরিক অস্ত্রের জন্য অন্য কোনও দেশের উপর নির্ভর করা উচিৎ নয়। সেই সময় তিনি দেশের নেতৃত্বকে জানিয়েছিলেন, শুধুমাত্র কৃষিক্ষেত্র নয়, সামরিক ক্ষেত্রেও ভারতকে আত্মনির্ভর হতে হবে।” তাঁর দেখানো সেই পথে আজ দেশ স্বনির্ভর হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[আরও পড়ুন : প্যাংগং হ্রদ থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং]
এদিন জনসংঘের এই নেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ বহু নেতানেত্রী। তার পরই সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদি। বলেন, “আজকের দিনে ভারত প্রতিরক্ষাক্ষেত্র স্বনির্ভর হচ্ছে। তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি হচ্ছে ভারতে।” এর স্বপ্নের প্রকৃত প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়, মত প্রধানমন্ত্রীর।