shono
Advertisement

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ

কীভাবে বাঁচলেন রাজপুত্র? The post বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 PM Jan 18, 2019Updated: 10:44 AM Jan 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে কান ঘেঁষে বেরিয়ে যাওয়া যাকে বলে, তেমনই হল ইংল্যান্ডের রাস্তায়। আর বরাতজোরে প্রাণে রক্ষা পেলেন দেশের প্রবীণতম রাজপুত্র। স্যান্ড্রিংহামের রাস্তায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা এড়ানো প্রিন্স ফিলিপকে ফিরে পেয়ে আনন্দ বাকিংহাম প্যালেসে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার স্যান্ড্রিংহামের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ৯৭ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবারা প্রিন্স ফিলিপ। আচমকাই একটি ল্যান্ড রোভার গাড়ি চলে আসে তাঁর গাড়ির সামনে। মুখোমুখি সংঘর্ষ ঘটে যাচ্ছিলই প্রায়। কিন্তু সুনিপুণ চালক ফিলিপ মুহূর্তের মধ্যে গাড়িটি ঘুরিয়ে নেওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যান। অন্য গাড়ির দুই মহিলা আরোহী সামান্য জখম হয়েছেন। হাতে লেগেছে তাঁদের। নিকটবর্তী কুইন এলিজাবেথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। চোখের সামনে এমন দুর্ঘটনায় পথচলতি মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। রাস্তায় ছড়িয়ে পড়ে কাচের টুকরো। বিবিসি সূত্রে খবর, সুরক্ষিত রয়েছেন ডিউক অফ এডিনবার্গ। এত বড় একটা বিপদ যাঁর ওপর দিয়ে কাটল, ৯৭ বছরের প্রিন্স ফিলিপ নিজেই ফের গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে যান। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে নরফোক পুলিশ। তাদের তরফে জানা গিয়েছে, ল্যান্ড রোভার গাড়িটিকে আটক করা হয়েছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভাঙা কাঁচ পড়ে থাকায় কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য সব স্বাভাবিক হয়ে যায়।  

                                   [নিয়তির পরিহাস! ৯/১১-তে বাঁচলেও নাইরোবিতে জঙ্গি হানায় হত মার্কিন ব্যবসায়ী]

দক্ষ চালক হিসেবে প্রিন্স ফিলিপ ব্রিটেনে জনপ্রিয়। ২০১৬ সালে স্যান্ড্রিংহামে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল। দু’জনকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করেন প্রিন্স ফিলিপ। নিজে তাঁদের গাড়ি চালিয়ে নিয়ে যান মধ্যাহ্নভোজে। এই বয়সেও স্টিয়ারিংয়ে বসে তিনি হারিয়ে দিতে পারেন অনেক কমবয়সীকেও। গত ক্রিসমাস থেকে স্যান্ড্রিংহামের খামার বাড়িতে ছুটি কাটাচ্ছেন রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ। তারই মধ্যে এমন দুর্ঘটনা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছিল বাকিংহাম প্যালেসের অন্য সদস্যরা। তবে প্রিন্স ফিলিপ সুস্থ থাকায় তাঁরাও স্বস্তিতে।

The post বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার