shono
Advertisement

Breaking News

দিল্লিতে মাস্ক পরে শুটিং প্রিয়াঙ্কার, দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ অর্জুন রামপালের

তাজমহলকে বাঁচাতে বসানো হল এয়ার পিউরিফায়ার। The post দিল্লিতে মাস্ক পরে শুটিং প্রিয়াঙ্কার, দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ অর্জুন রামপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Nov 04, 2019Updated: 05:34 PM Nov 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোঁয়াশায় মুড়ে রাজধানী। বাতাসে উড়ছে বিষ। হাঁসফাঁস দশা দিল্লিবাসীর। হাজারের গণ্ডি ছাড়িয়েছে বাতাসের গুণমাণের সূচক। সাধারণ মানুষের পাশাপাশি এবার ধোঁয়াশা, দূষণে জেরবার হতে হল প্রিয়াঙ্কা চোপড়াকেও। দিল্লিতে শুটিংয়ে ব‌্যস্ত বলিউড ও হলিউড অভিনেত্রী। প্রাণভরে শ্বাস নিতে না পারার কষ্টের কথা জানিয়ে এদিন দিল্লির ভয়াবহ পরিবেশ নিয়ে সরব হয়েছেন তিনি।

Advertisement

মুখে মাস্ক পরে সোশ‌্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “এখানে ‘দ‌্য হোয়াইট টাইগার’ ছবির শুটিং করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি তো কল্পনাও করতে পারছি না এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সবাইকে। আমাদের তো তবু বায়ু শুদ্ধিকরণের যন্ত্রপাতি ও মুখোশ আছে। গৃহহীনদের জন‌্য প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকুন।” অন‌্যদিকে দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে ওই এলাকায় বসানো হল এয়ার পিউরিফায়ার।

[ আরও পড়ুন: ফের আনন্দ রাইয়ের ছবিতে শাহরুখ, নায়িকার ভূমিকায় কে? ]

রবিবার বাতাসে রেকর্ড দূষণের পর সোমবারও পরিস্থিতি একইরকম ভয়ানক। দূষণ ঠেকাতে সোমবার সকাল আটটা থেকেই চালু হয়েছে জোড়-বিজোড় গাড়ি চালানোর নীতি। দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজোড় নম্বরের কারপুলে অন‌্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে দপ্তরে যান। উপ-মুখ‌্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আবার সাইকেল চালিয়ে অফিস গেলেন। একদিন অন্তর জোড়-বিজোড় গাড়ি চললে রাস্তায় গাড়ির সংখ‌্যা কমবে। এর ফলে পেট্রোল-ডিজেল থেকে পরিবেশে যে পরিমাণ দূষণ হয় তা কমবে। মণীশ বলেন, “উত্তর ভারতে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে তা দমন করতে এই মুহূর্তে আমরা আর কিছু করতে পারি না। তবে আমরা যদি জোড়-বিজোড় গাড়ি চালানোর নিয়ম আগামী ১০ দিন মেনে চলি তাহলে পরিবেশ কিছুটা ভাল হবে।”

এদিকে অর্জুন রামপালও দিল্লির বাতাসে বীতশ্রদ্ধ। টুইটারে তিনি লিখেছেন, দিল্লির বায়ু শ্বাস নেওয়ার পক্ষে উপযোগী নয়। দূষণ চোখে দেখা যাচ্ছে। শহরজুড়ে ধোঁয়াশা রয়েছে বলেও জানান অভিনেতা। সবাই মাস্ক ব্যবহার করছে।

[ আরও পড়ুন: ফের ডি-গ্ল্যাম লুকে শুভশ্রী, ‘ধর্মযুদ্ধ’-এর বাকি চরিত্রদের সঙ্গেও পরিচয় করালেন রাজ ]

The post দিল্লিতে মাস্ক পরে শুটিং প্রিয়াঙ্কার, দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ অর্জুন রামপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার