shono
Advertisement

Breaking News

শরীর নিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও!

শরীর নিয়ে কী খোঁটা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে? The post শরীর নিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:13 PM Feb 11, 2017Updated: 08:43 AM Feb 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়া ছাড়িয়ে তিনি এখন পাড়ি জমিয়েছেন হলিউডে৷ দেশের সীমানা ছাড়িয়ে তাঁর খ্যাতি এখন আন্তর্জাতিক আঙিনায়৷ সেই তাঁকেও শিকার হয়েছিলেন হেনস্তার! হ্যাঁ, শারীরিক গঠন নিয়ে তাঁকেও কম কথা শুনতে হয়নি৷ সম্প্রতি সে কথাই শোনালেন প্রিয়ঙ্কা চোপড়া৷

Advertisement

কোবরার সঙ্গে ভিডিও পোস্ট করে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী

তখন তিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন৷ অভিনয় শুরু করেননি৷ অভিনয় করবেন ভেবেই দ্বারস্থ হয়েছিলেন এক প্রযোজকের৷ আর সেখানেই শরীর নিয়ে লজ্জায় পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ অন্য কারও বিষয়ে তিনি নাক গলাতে না চাইলেও, তাঁর নিজের কেরিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর নাক৷ বলা হয়েছিল, প্রিয়াঙ্কার শারীরিক গঠন নাকি বেশ বেখাপ্পা৷ আর নাকটাতো বটেই৷ সেটি নাকি মোটেও ভাল নয়, বেঢপ৷

সেদিন অবশ্য নাক নিয়ে মুষড়ে পড়েননি প্রিয়াঙ্কা৷ বরং নিজের ধারনায় স্থির ছিলেন৷ তাঁর বিশ্বাস ছিল নিজের অভিনয় ক্ষমতার প্রতি৷ বাকিটা তো ইতিহাস৷ আজ তাই তিনি বলতে পারেন, মেয়েরা কেমন দেখতে হবে সে তা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারনা আছে৷ কিন্তু সেই ধারনাকে পাত্তা দেননি তিনি৷ নিজের অভিনয় ক্ষমতা দিয়েই নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন৷ আর তাই খ্যাতির উত্তুঙ্গে পৌঁছেও তিনি বলেন, সেদিন প্রযোজকের কথা শুনেও নাক বদলাননি তিনি৷ এটাই তাঁর আসল নাক৷ আজ বলিউড থেকে হলিউড- কোথাও কাজ করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না৷ এমনকী আজ তাঁর সৌন্দর্য নিয়েও কোনও প্রশ্ন উঠছে না৷ পুরো বিষয়টিই যে আপেক্ষিক আজ তা তিনি প্রমাণ করে দিয়েছেন৷

শাহিদকে চুমু খাওয়া বিশ্রী অভিজ্ঞতা, বিস্ফোরক কঙ্গনা

 

The post শরীর নিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement