সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাল্লিকাট্টুর সমর্থনে বিগত পাঁচ দিন ধরে তামিলনাডুর বিভিন্ন স্থানে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। সোমবার সকাল মেরিনা বিচে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। জাল্লিকাট্টু সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজের নিজের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। এদিন সকালেই এক বিবৃতিতে পুলিশ জানায়, যেহেতু জাল্লিকাট্টুকে ফিরিয়ে আনতে তামিলনাডু সরকার শনিবার একটি অর্ডিন্যান্স জারি করে, তাই প্রতিবাদকারীদের উদ্দেশ্য সফল হয়েছে। এই ঘোষণার পর কিছু সমর্থক স্থান ত্যাগ করলেও, বাকিরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। মেরিনা বিচ ছাড়াও এদিন, কোয়েম্বাটুর, ত্রিচি ও ভেল্লোর থেকেও প্রদর্শনকারীদের হটিয়ে দেয় পুলিশ।
রাজ্যের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছিল তামিলনাড়ুতে। এই রীতি বজায় রাখার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন তামিলনাড়ুর সাধারণ মানুষ। গত চারদিন ধরে চেন্নাইয়ের মেরিনা বিচের সামনে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। জাল্লিকাট্টু ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেছিলেন। জাল্লিকাট্টুকে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার টুইটে তিনি বলেছিলেন, তালিনাড়ুর এই সমৃদ্ধশালী সংস্কৃতি নিয়ে আমরা গর্বিত। তামিল সম্প্রদায়ের এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তামিলনাড়ুর এই ঐতিহ্যবাহী উৎসব ফিরিয়ে আনতে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তাতে সম্মতি দিয়েছিল কেন্দ্র।
জাল্লিকাট্টুর পক্ষে অর্ডিন্যান্স জারি তামিলনাড়ুতে, সম্মতি মিলল কেন্দ্রের
জাল্লিকাট্টু নিয়ে মোদির দ্বারস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
জাল্লিকাট্টু বিবাদে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
The post মেরিনা বিচ থেকে জাল্লিকাট্টু সমর্থকদের হটাল পুলিশ appeared first on Sangbad Pratidin.