বেঙ্গল ওয়ারিয়র্স- ৩৯
দাবাং দিল্লি- ৩৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো-কবাডি লিগে ইতিহাস বেঙ্গল ওয়ারিয়র্সের। প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত। শনিবার ফাইনালে আহমেদাবাদের একা এরিনায় দাবাং দিল্লিকে হারিয়ে প্রথমবারের জন্য খেতাব পকেটে পুরল বাংলার ফ্র্যাঞ্চাইজি। দাবাং দিল্লিও এবার প্রথম ফাইনালে উঠেছিল। ফাইনালে দুই অর্ধ মিলিয়ে ৩৯-৩৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হল বেঙ্গল ওয়ারিয়র্স।
প্রথমার্ধে দিল্লির প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলার যোদ্ধারা। ওয়ারিয়র্সের মহম্মদ নবিবক্সের দুর্দান্ত পারফরম্যান্সের জোরে দিল্লি পর্যুদস্ত হয়। লিগে দুর্দান্ত খেলেছিল দিল্লির ফ্র্যাঞ্চাইজি। তারাই ছিল সেরা টিম। কিন্তু ফাইনালে তাদের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ওয়ারিয়র্স। যদিও হেরে গেলেও দিল্লির নবীন কুমার বেস্ট রেইডার অফ দ্য ম্যাচ পুরস্কার পেলেন। সেরা ডিফেন্ডার হলেন জীবা কুমার। তবে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ পুরস্কার পেলেন ওয়ারিয়র্সের মহম্মদ নবিবক্স। ১৩টি চেষ্টায় ৯টি রেইড পয়েন্ট অর্জন করেন তিনি।
The post প্রো-কবাডি লিগে দিল্লিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স appeared first on Sangbad Pratidin.