সংবাদ প্রতিদিন ডিজিটাল: ফের একবার দিল্লির মেট্রো (Delhi Metro) স্টেশনে খলিস্তানিদের সমর্থনে লেখা হল স্লোগান। রবিবার খালিস্তানপন্থী এই স্লোগান দেখা যায় দিল্লির করোলবাগ ও ঝান্দেওয়ালন স্টেশনের দেওয়ালে। পাশাপাশি মোদি বিরোধী স্লোগানও দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। কে বা কারা এই স্লোগান লিখেছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে হাত রয়েছে নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (SFJ)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালে মেট্রো স্টেশনের দেওয়ালে হঠাৎ নজরে আসে এই খলিস্তানপন্থী স্লোগান (Khalistan slogans)। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ। কালো কালি দিয়ে তা মুছে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের মাঝে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের মাঝে রাজধানীর বুকে খলিস্তানপন্থী স্লোগানকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না প্রশাসন।
[আরও পডুন: ইনশাআল্লাহ... একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন: আসাদউদ্দিন ওয়েইসি]
যদিও দিল্লির বুকে খলিস্তান সমর্থকদের এমন কীর্তি নতুন কিছু নয়, গত বছর জি-২০ সামিট চলাকালীন দিল্লির একাধিক মেট্রো স্টেশনে লেখা হয়েছিল খলিস্তানপন্থী স্লোগান। দিল্লির পাঞ্জাবি বাগ, শিবাজি পার্ক, মাদিপুর, পশ্চিম বিহার, উদ্যোগ নগর, মহারাজা সুরজমল স্টেডিয়াম মেট্রো স্টেশনে লেখা হয় যে দিল্লিকে খালিস্তান বানানো হবে। সেই ঘটনার দায় স্বীকার করেছিল 'শিখস ফর জাস্টিস'। এবার নির্বাচনের মাঝে এই ঘটনার পিছনেও তাদেরই হাত রয়েছে বলে অনুমান করছে দিল্লি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।