shono
Advertisement

Breaking News

‘স্বস্তিকার ফ্যানদের নাম করে ভয় দেখিয়েছেন পরিচালক’, বিস্ফোরক ‘শিবপুর’ছবির প্রযোজক

ছবির অন্যতম প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন নায়িকা। তাতেই বিতর্কের সূত্রপাত।
Posted: 08:47 PM Apr 17, 2023Updated: 08:47 PM Apr 17, 2023

সুপর্ণা মজুমদার: স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত ‘শিবপুর’ ছবিকে কেন্দ্র করে বিতর্ক। আর তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম টিনসেল টাউন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিনহা রায়। ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর বিরুদ্ধে পালটা হুমকি ও প্রতারণার অভিযোগ জানিয়েছেন তিনি।

Advertisement

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

স্বস্তিকার অভিযোগ ছিল, ই-মেলের মাধ্যমে তাঁকে ছবির প্রবাসী পরিচালক সন্দীপ সরকারের নাম করে হুমকি দেওয়া হয়েছে। নায়িকার নগ্ন ছবি পর্নসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রভীশ শর্মা নামের এক ব্যক্তি। ঘটনায় থানায় অভিযোগের পাশাপাশি ইম্পারও দ্বারস্থ হয়েছিলেন স্বস্তিকা। অজন্তা সিনহা রায় ও স্বস্তিকাকে মুখোমুখি বসিয়ে বৈঠক করে ইম্পা। সেখানে নতুন রফাসূত্র করা হয়। নতুন চুক্তিপত্রও করা হয়।

আইনজীবী শৌভিক বসু ঠাকুরকে পাশে নিয়ে অজন্তা সিনহা রায় জানান, মহিলা হিসেবে তিনি স্বস্তিকার পাশে রয়েছেন। অভিনেত্রীর শর্ত মেনে সন্দীপ সরকারের নাম ছবির পোস্টার ও ক্রেডিট লিস্ট থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পোস্ট প্রোডাকশনের বাকি কাজ ও মার্কেটিংয়ের দায়িত্ব পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাতে দিতে নারাজ তিনি। প্রযোজকের অভিযোগ, স্বস্তিকার সঙ্গে যাবতীয় ভুল বোঝাবুঝির জন্য দায়ী পরিচালক অরিন্দম। ছবির চুক্তি করার সময় স্বস্তিকার দেখা পাননি তিনি। ভিডিও কনফারেন্সে দু’বার কথা হয়েছে মাত্র। ইম্পার বৈঠকেই স্বস্তিকার সঙ্গে সামনাসামনি কথা হয়েছে বলে জানান অজন্তা সিনহা রায়।

[আরও পড়ুন: ১৭ বছর পর ফের মঞ্চে রুদ্রনীল, কোন নাটকে দেখা যাবে অভিনেতাকে?]

প্রযোজকের অভিযোগ, পরিচালক অরিন্দম রায় একাধিবার তাঁকে হুমকি দিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়দের নাম করেও হুঁশিয়ারি দিয়েছেন। প্রথম থেকেই তিনি কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছেন। এমনকী স্বস্তিকার সঙ্গে যোগাযোগও করতে দেননি। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব অমিত চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন অজন্তা সিনহা রায়। অভিযোগ, তাঁর সম্পর্কেও কুকথা বলেছিলেন পরিচালক।

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

প্রায় দেড় কোটি টাকা ছবির পিছনে খরচ হয়ে গিয়েছে, তাই চুপ করেছিলেন বলেই দাবি অজন্তাদেবীর। পরিচালকের প্ররোচনাতে তিনি স্বস্তিকার কাছে ক্ষমা চেয়ে মেলও করেছিলেন। কিন্তু নতুন চুক্তিতে যখন মার্কেটিংয়ের দায়িত্ব পরিচালককে দিয়ে তার জন্য পারিশ্রমিক দিতে বলা হয়, তাতে রাজি হতে পারছেন না নবাগত পরিচালক। কিন্তু এতদিন বাদে মিডিয়ার সামনে এলেন কেন?

প্রযোজক জানান, সারা বিশ্বের শিক্ষাজগতে তাঁর নাম রয়েছে। এই প্রথমবার সিনেমা প্রযোজনায় এসে এমন ঘটনায় স্থম্ভিত হয়ে গিয়েছিলেন। পরে ১০ তারিখ নাগাদ পরিচালকের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। আর আবার মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্য সকলের কাছে পৌঁছে দিতে চান। এতকিছুর পরও জুন কিংবা জুলাই মাসে ছবি রিলিজ করতে চান অজন্তা সিনহা রায়। স্বস্তিকা নাকি প্রচারে থাকার আশ্বাস দিয়েছেন তাঁকে। অরিন্দমের সঙ্গে কোনও যোগাযোগ না রাখলেও তাঁকে প্রিমিয়ারে আমন্ত্রণ জানাতে চান। 

[আরও পড়ুন: রহস্য সমাধানে ফের বাজিমাত একেনবাবুর, ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিতে মন কাড়লেন অনির্বাণ, পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement