সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক। এবার সিনেমার উৎসবে নতুন ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের বুম্বাদা।
আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই উত্তেজনার পারদ চড়েছে সিনেপ্রেমীদের মধ্যে। শীতের শহরে ছবির এই উৎসবে নন্দন হয়ে উঠবে সিনেমার তীর্থক্ষেত্র।
[আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে নতুন অবতারে সোহিনী, বিপরীতে বাংলাদেশের নায়ক, সিরিজ নাকি সিনেমা?]
এবারের ফেস্টিভ্যালে চমক রয়েছে আরও। সরকারি সূত্র মারফৎ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ভাইজান সলমন। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক বিনোদুনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্বরাও হাজির থাকেন এই উৎসবে। তবে বলা ভালো, সবে তো চমকের শুরু, আরও অনেক সারপ্রাইজ দিতে তৈরি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব।
[আরও পড়ুন: প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, ‘মিনি’কে সঙ্গে নিয়ে নস্ট্যালজিয়াকে উসকে দিলেন ‘রহমত’ মিঠুন]