সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী নদীর জলবন্টনকে কেন্দ্র করে কার্যত তলানিতে এসে ঠেকেছে দাক্ষিণাত্যের দুই রাজ্যের সম্পর্ক৷ আগুনে ঘৃতাহুতির কাজ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ, আগামী দশ দিন ধরে প্রতিদিন তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর ১৫,০০০ কিউসেক জল ছাড়তে হবে কর্নাটককে৷
শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত মানতে নারাজ কর্নাটকের বিক্ষুব্ধ কৃষকেরা৷ তাঁদের বক্তব্য, এই বছর এমনিতেই বৃষ্টি কম হয়েছে৷ রাজ্যে খাবার জলের অবস্থাই সংকটাপন্ন৷ এই পরিস্থিতিতে তামিলনাড়ুকে অত পরিমানে জল দেওয়া সম্ভব নয়৷ ১০,০০০ কিউসেক পর্যন্ত জল দেওয়া যেতে পারে৷ তবে এই পরিমান জল নিতে আগেই অস্বীকার করেছে তামিলনাড়ু৷
এদিকে সুপ্রিম কোর্টের জল ছাড়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কর্নাটকবাসী৷ মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ চলছে চামরাজনগর, মাইসোর ও হুব্বাল্লি এলাকায়৷ তামিলনাড়ুগামী কয়েকটি বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় গোটা রাজ্য থেকে ৭০০ বাস তুলে নিয়েছে কর্নাটক সরকার৷ ৯ সেপ্টেম্বর কর্ণাটক বন্ধের ডাক দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা৷