shono
Advertisement

ইদের দিন কাশ্মীরে উড়ল পাকিস্তানের পতাকা, খুন পুলিশকর্মী

দেখুন সংঘর্ষের ভিডিও।
Posted: 11:36 AM Aug 22, 2018Updated: 12:08 PM Aug 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বখরি ইদের নমাজের পরই ফের উত্তপ্ত কাশ্মীর। যথারীতি উড়ল পাকিস্তান ও ইসলামিক স্টেটের পতাকা। রাজধানী শ্রীনগরের রাস্তায় সংঘর্ষ বাধে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, ইদ আল-আধা বা বখরি ইদ উপলক্ষে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়েন কয়েকশো মানুষ। তারপরই শুরু হয় বিক্ষোভ। রাস্তায় নেমে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা। শুরু হয় ভারত বিরোধী স্লোগান। পাকিস্তান ও ইসলামিক স্টেটের পতাকা নিয়ে জওয়ানদের উপর হামলা শুরু করে পাথর নিক্ষেপকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের একটি গাড়িতে হামলা চালায় উন্মত্ত বিক্ষোভকারীরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘মুসা আর্মি’ নামের একটি সংগঠনের পতাকা। বিক্ষোভকারীদের একাংশের হাতে উড়ছিল পতাকাগুলি। জানা গিয়েছে, উপত্যকায় আল-কায়দার কমান্ডার জাকির মুসার সমর্থনেই পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় পাথরবাজদের একাংশ।

                                             

এদিন সকালেই স্পেশ্যাল পুলিশ অফিসার ফায়াজ আহমেদকে খুন করে জঙ্গিরা। ঘটনাটি ঘটে সোপিয়ান জেলার ঝাঝরিপোরা গ্রামে। ইদের দিন এহেন নৃসংশ ঘটনার মাধ্যমে ফের নিজেদের পরিচয় দিল জেহাদিরা। এছাড়াও পুলওয়ামায় এক বিজেপি নেতাকেও গুলি করে হত্যা করে জঙ্গিরা। সব মিলিয়ে ইদের দিনও উপত্যকাকে রক্তাক্ত করতে কসুর করছে না জেহাদিরা। তবে এহেন ঘটনা এই প্রথম নয়। প্রতিবারই ইদ উপলক্ষে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও পাকিস্তানের সমর্থনে মিছিল বের করা হয়। ভারত বিরোধী স্লোগানের পাশাপাশি চলে সেনার উপর হামলা। এবার একই ঘটনার সাক্ষী থাকল উপত্যকা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের বিশাল বাহিনী। 

[‘বিতাড়িত হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ’ নাগরিকত্ব বিল নিয়ে মন্তব্য রূপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement