সংবাদ প্রতিদিন ডিজিটেল ডেস্ক: লাহোরে সুষ্ঠুভাবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ আয়োজন করে ক্রিকেটমহলের প্রশংসা কুড়িয়েছে পাক ক্রিকেট বোর্ড৷ তা সত্ত্বেও নিরাপত্তায় একশোয় একশো পাওয়া আর হল না৷ বজ্রআঁটুনির মধ্যে দিয়েও গলে গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ আর তা নিয়েই তৈরি হয়েছে নয়া জল্পনা৷
(ধোনির অবসর নেওয়া নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ)
পিএসএল চলাকালীনই একাধিক পাক ক্রিকেটারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল৷ তবে সে সব সমালোচনা ঢেকে দিয়েছিল লাহোরে সফল ম্যাচ আয়োজন৷ এমনকী নিরাপত্তা নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটার মার্লন স্যামুয়েলস এতটাই সন্তুষ্ট ছিলেন, যে তিনি পাক সেনায় যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন৷ কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পরই প্রকাশ্যে এল একটি ঘটনার কথা৷ ফাইনাল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নাকি চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমির ড্রেসিং রুমে ঢুকে পড়েছিলেন এক অচেনা ব্যক্তি৷ ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড মালানের প্রথম ঘটনাটি চোখে পড়ে৷ তিনি জানান, সেই ব্যক্তি ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলে ও অটোগ্রাফ নিয়ে বেরিয়ে যান৷ ওই ব্যক্তি পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি দলের ফ্যান বলেই মনে হয়েছিল মালানের৷ তারপরই পিসিবি-র কানে আসে গোটা ঘটনা৷ পাক বোর্ডের তরফে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, এটা নিঃসন্দেহে চিন্তার বিষয়৷ এত আঁটসাট নিরাপত্তার মধ্যে কোনও ফ্যান কীভাবে ড্রেসিং রুমের ভিতর ঢুকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে৷
(OMG! পাক সেনায় যোগ দিতে চান স্যামুয়েলস)
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে আর ক্রিকেট আয়োজিত হয় না৷ তাই চলতি মাসে লাহোরে ম্যাচ আয়োজন নিয়ে যথেষ্ট সতর্ক ছিল পিসিবি৷ ফাইনালে প্রায় ১২ হাজার পুলিশ ও পাক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল৷
The post পাক ফ্র্যাঞ্চাইজির ড্রেসিং রুমে ঢুকলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তারপর… appeared first on Sangbad Pratidin.