সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী। PPE কিট পরে নিজেই নেমে পড়লেন ময়দানে। পরিষ্কার করতে শুরু করলেন হাসপাতালের শৌচাগার। এমনই ঘটনা ঘটেছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry)। ভাইরাল হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মালাডি কৃষ্ণ রাওয়ের ভিডিও।
[আরও পড়ুন: ‘ঈশ্বরের মার নয়, মানুষের প্রতারণা’, GST কম আদায় নিয়ে নির্মলাকে পালটা অমিত মিত্রের]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুদুচেরির ইন্দিরা গান্ধী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (IGGMCH) করোনা (CoronaVirus) আক্রান্ত রোগী এবং রোগীর আত্মীয়রা বেশ কিছুদিন ধরেই অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ তুলছিলেন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী মালাডি কৃষ্ণ রাওয়ের (Malladi Krishna Rao) কানেও পৌঁছায়। তা শুনে আচমকাই হাসপাতাল পরিদর্শনের জন্য পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে দেখেন অভিযোগ সত্যি। হাসপাতাল সত্যিই অপরিষ্কার। তারপরই PPE কিট পরে নিজেই নেমে পড়েন ময়দানে। হাসপাতালের শৌচাগার পরিষ্কার করতে থাকেন। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কয়েক মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: বিহার, ছত্তিশগড়ের পর NEET-JEE পরীক্ষার্থীদের নিখরচায় কেন্দ্রে পৌঁছনোর দায়িত্ব নিল মধ্যপ্রদেশ সরকার]
ভিডিওয় স্বাস্থ্যমন্ত্রী মালাডি কৃষ্ণ রাওয়ের পিছনেই হাসপাতালের সাফাই কর্মীকে দেখা যাচ্ছে। মন্ত্রীমশাইকে অনুনয়-বিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। নিজের ভুল স্বীকার করে শৌচাগার পরিষ্কার করে দেওয়ার আকুতি করেন সাফাই কর্মী। মন্ত্রী তাঁকে বলেন, ‘কিছুক্ষণের তো কাজ। করলেই হয়ে যায়।’ করোনা (COVID-19) পরিস্থিতিতে এভাবেই কংগ্রেস শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মালাডি কৃষ্ণ রাও। আচমকা পরিদর্শনেও চলে যাচ্ছেন। কোথাও কোনও অনিয়ম দেখলে তা শোধরানোর বার্তা এভাবেই দিচ্ছেন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।
The post নোংরা করোনা হাসপাতালের শৌচাগার, PPE কিট পরে সাফাই অভিযানে খোদ স্বাস্থ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.