shono
Advertisement

মুখ ফিরিয়েছে রাজস্থান সরকার! পুলওয়ামার ৩ শহিদের স্ত্রীর স্বেচ্ছামৃত্যুর আরজি ঘিরে বিতর্ক তুঙ্গে

এক বিধবার অভিযোগ, তাঁকে শারীরিক নিগ্রহ করেছে পুলিশ।
Posted: 04:34 PM Mar 09, 2023Updated: 04:34 PM Mar 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে ৪ বছর পেরিয়ে গিয়েছে। এখনও দেশবাসীর মনে টাটকা পুলওয়ামায় (Pulwama) জঙ্গি হামলার (Terrorist attack) দুঃস্মৃতি। কিন্তু সম্প্রতি নতুন করে সেই হামলার কথা সামনে এল ভিন্ন প্রেক্ষিতে। রাজস্থানের (Rajasthan) বাসিন্দা পুলওয়ামার তিন শহিদের স্ত্রী ইতিমধ্যেই ‘স্বেচ্ছামৃত্যু’র আরজি জানিয়েছেন রাজ্যপাল কলরাজ মিশ্রর কাছে চিঠি পাঠিয়ে। তাঁদের অভিযোগের তির গেহলট সরকারের দিকে। এর মধ্যে একজন মহিলার অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে পুলিশ। তাই গত ৪ মার্চ থেকে তিনি অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন।

Advertisement

মঞ্জু জাট নাম্নী সেই মহিলার অভিযোগ, ”পুলিশের অত্যাচার সহ্য করতে পারছি না। আমি ৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সেজন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।”

[আরও পড়ুন: একাকিত্বে ঘরবন্দি মেয়ে, শক্তিগড়ে বসে সুকন্যার ভাল থাকার ব্যবস্থাই করেছিলেন অনুব্রত!]

মঞ্জুর অভিযোগ, পুলিশ তাঁকে মারধর করেছে, টেনে নিয়ে গিয়েছে রাস্তার উপর দিয়ে, পোশাক খুলে দিয়েছে এবং পিনও ফুটিয়েছে। এদিকে পুলওয়ামার শহিদদের তিন বিধবারই অভিযোগ, সরকার তাঁদের বিষয়ে একেবারেই নীরব। কথা রাখেনি গেহলট সরকার। এই ইস্যুতে সরব বিজেপি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গেহলটকে ‘একনায়ক’ বলে তোপ দেগে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী সবটা জানার পর কোনও জরুরি পদক্ষেপ তো করেননিই। বরং টুইটারে মঞ্জুকেই অভিযুক্ত করেছেন। তাঁর কথায়, ”সরকারের উচিত ওঁর অনশন ভঙ্গ করা। গেহলটজি, আপনার একনায়কতন্ত্র চলবে না।”

কেবল সরব হওয়াই নয়, শহিদদের পরিবারদের নিয়ে ইতিমধ্যেই ধর্নায় বসেছেন বিজেপি সাংসদ কিরোরি মীনা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এর মধ্যে জাতীয় মহিলা কমিশন রাজস্থানের ডিজিপিকে পুলিশি হেনস্তার বিরুদ্ধে পদক্ষেপ করার আরজি জানিয়ে চিঠি লিখেছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানে ক্রমেই চাপ বাড়ছে কংগ্রেস নেতৃত্বের উপরে।

[আরও পড়ুন: ‘লিখতে পারি না স্যর’, ইডি হেফাজতে স্বীকারোক্তি অনুব্রতর, বয়ান লেখাতে গিয়ে ‘বিপাকে’ অফিসাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement