সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতর্কবার্তাই সার, বাস্তবে হুঁশ ফিরছে না সেলফি ও রিল প্রেমীদের। এবার সেলফির নেশায় ভয়াবহ কাণ্ড ঘটল মহারাষ্ট্রের সাতারায়। পাহাড়ি এলাকায় সেলফি তুলতে গিয়ে পা হড়কে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়লেন ২৯ বছর বয়সি এক যুবতী। দুর্ঘটনার খবর পেয়ে দড়ির সাহায্যে আহত যুবতীকে উদ্ধার করলেন স্থানীয়রা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
প্রবল বৃষ্টির জেরে বেহাল অবস্থা মহারাষ্ট্রের। পালঘর, পুনে, সিতারার মতো একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এহেন পরিস্থিতির মাঝেই সিতারার থসেঘর ঝরনা দেখতে সেখানে গিয়েছিলেন পুনের একদল যুবক যুবতী। সেখানেই বোরানঘাটের কাছে সেলফি তুলছিলেন নাসির আমির কুরেশি (২৯) নামে এক যুবতী। তখনই পা ফসকে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ওই যুবতীকে উদ্ধার করতে নেমে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশও। যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ।
[আরও পড়ুন: নির্যাতিতার DNA টেস্টের দাবি অখিলেশের, অযোধ্যা গণধর্ষণ কাণ্ডে আরও চাপে সপা]
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দড়ি ধরে তাঁকে নিচ থেকে তুলে আনছেন স্থানীয় এক যুবক। আতঙ্কিত আহত যুবতী কোনও মতে দড়ি ধরে উঠে আসছেন। আহত অবস্থায় যন্ত্রণায় চিৎকার করছেন তিনি। উদ্ধারকারির সাহায্যে কোনওমতে প্রাণে বেঁচে উপরে উঠে আসার পর তড়িঘড়ি কুরেশিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
[আরও পড়ুন: হোটেলের ঘরে মেয়েদের ধর্ষণ! ছেলেদের সঙ্গেও যৌন সম্পর্ক! অমিত মালব্যর বিরুদ্ধে বিস্ফোরক সপা]
সেলফি ও রিলের নেশায় এহেন ঘটনা অবশ্য প্রথমবার নয়। সম্প্রতি রিল বানাতে গিয়ে মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রাণ হারান এক ব্লগার। এক ঝরনার কাছে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পা পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। এছাড়াও দেশের নানা প্রান্তে একাধিকবার এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে।