সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দয়া করে অনশন তুলে নিন’। আমরণ অনশন চালিয়ে যাওয়া সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) নেতা জগজিৎ সিং ডাল্লেওয়ালের কাছে দেশের নানা প্রান্ত থেকে আসছে এই অনুরোধ। যে তালিকায় সোমবার এমন এক নাম যুক্ত হল, যা দেখলে চমকে উঠতে হয়। তিনি আর কেউ নন, সুনীল জাখর (Sunil Jakhar)। আরও ভালোভাবে বললে পাঞ্জাব বিজেপির সভাপতি।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু করা-সহ কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। চাপ বাড়াতে ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেছেন ডাল্লেওয়াল। যা মঙ্গলবার পড়ল ২৯ দিনে। খানাউরি সীমানায় তাঁর সমর্থনে ট্রাক্টর, ট্রলি, লরি নিয়ে এসে ভিড় করেছেন হাজার হাজার কৃষক। লাগাতার অনশন চালিয়ে যাওয়ায় তাঁর স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজন কমে গিয়েছে ১৫ কেজি। অস্বাভাবিক ওঠানামা করছে রক্তচাপ। ভীষণরকম কমে গিয়েছে প্রোটিন, ফ্লুইডের মাত্রা। লিভার, কিডনি-সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অবস্থাও খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে যে কোনও সময় তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, এই আশঙ্কা করছেন চিকিৎসকরা।
একটি দল সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কৃষকনেতার শারীরিক অবস্থার উপর। তাঁদের মতে, অতি দ্রুত তাঁকে আইসিইউ-তে ভর্তি করা উচিত। এই পরিস্থিতিতে আন্দোলনে থাকা সহযোদ্ধা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাল্লেওয়ালের কাছে আসছে অনশন তুলে নেওয়ার অনুরোধ। যে ভিড়ে নাম লেখালেন সুনীলও। ডাল্লেওয়ালের কাছে তাঁর আবেদন, “আপনাদের যা বক্তব্য ছিল, দাবি ছিল, তা সবার কাছে পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্টও আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, আপনার মতো নেতার জীবন আরও বেশি। এবার অন্তত অনশন তুলে নিন।”
একই সঙ্গে অবশ্য রাজনৈতিক খোঁচা দিতেও ছাড়েননি সুনীল। বলেন, “অনেকেই আসছেন। ওঁর সঙ্গে ছবি তুলে নিজেদের প্রচার, রাজনীতি করছেন। কেউ কিন্তু ওঁর শরীরের কথা ভেবে অনশন তোলার কথা বলছে না। আসলে আপনার কিছু হয়ে গেলে, তা নিয়েও ওঁরা রাজনীতি করতে পারবেন। আমি আপনার শুভানুধ্যায়ী হিসাবে অনুরোধ করব অনশন তুলে নিতে। চাইব বাকিরাও যেন ওঁর উদ্দেশে সেই আবেদন করেন।” তাঁর দলের বিরুদ্ধেই আন্দোলন চালাচ্ছেন কৃষকরা, সেই বিজেপি সভাপতির এমন পদক্ষেপ আদতে রাজ্যে সংগঠন বাঁচাতে, এমনটাই বক্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞদের।