সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলার সঙ্গে অংশীদারিতে যোগ দিয়ে ইয়েস ব্যাঙ্কের পর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও এগিয়ে আসল জনগণের সেবায়। চলতি সপ্তাহের সোমবার সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে দিতে মোবাইল এটিএম পরিষেবা চালু করেছিল ক্যাব সার্ভিস ওলা। দেশের ১০ শহরে ওলার পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হয়। কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো শহরগুলিতে মিলছিল ওলার এই বিশেষ পরিষেবা। সেই সময় কেবল ইয়েস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েই কাজটি শুরু করেছিল ওলা। এবার ওলার সঙ্গে পার্টনারশিপে নাম যুক্ত হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরও।
আপাতত দিল্লি-সহ এনসিআরের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের বাড়ির কাছে টাকা পৌঁছে দেবে ওলা। দিল্লির জনকপুরী, ময়ূরবিহার, নেহেরু প্লেস, ফরিদাবাদ-সহ বহু অঞ্চলে মাইক্রো এটিএমকে সঙ্গে নিয়ে ওলা আম আদমির কাছে পৌঁছে দেবে প্রয়োজনীয় এই পরিষেবা।।
প্রসঙ্গত, ওলার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের এই পরিষেবা দিতে কোনও বাড়তি টাকা চার্জ করবে না ওলা।
The post ওলার সঙ্গে হাত মিলিয়ে জনগণকে টাকা পৌঁছে দেবে ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.