সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পুষ্পা' মানেই ধামাকা। সেই ধামাকার আওয়াজ এবার সারা বিশ্বে বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। মুক্তির দিনের ব্যবসার নিরিখে রেকর্ড করতে চলেছে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাওয়াদ ফাজিলের ছবি। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির দিনই সারা বিশ্বে আড়াইশো কোটির বেশি ব্যবসা করতে চলেছে 'পুষ্পা ২: দ্য রুল'। এমনটাই খবর।
দ্বিতীয় কোভিডকালে যখন প্রেক্ষাগৃহের মালিকরা দর্শকাভাবে ধুঁকছিলেন, তখন এই ছবি প্রায় ৩৭০ কোটির বেশি ব্যবসা করে ভারতীয় সিনেবাজার চাঙ্গা করেছিল 'পুষ্পা: দ্য রাইজ'। এবার 'পুষ্পা ২'র পালা। বহুদিন ধরেই আল্লু অর্জুনের এই ছবির অপেক্ষায় অনুরাগীরা। প্রথমে ছবির মুক্তির তারিখ ছিল ১৫ আগস্ট। কিন্তু পরে তা পিছিয়ে করা হয় ৬ ডিসেম্বর। অক্টোবরের শেষে আবার মুক্তির তারিখ এক দিন এগিয়ে দেওয়া হয়।
আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে 'পুষ্পা ২: দ্য রুল'। একই সঙ্গে এই প্রথমবার কোনও প্যান-ইন্ডিয়া সিনেমা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও রিলিজ করা হবে। জানা গিয়েছে, আমেরিকায় 'পুষ্পা'র প্রিমিয়ার শোয়ের টিকিট বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গিয়েছে।
আপাতত প্রি-বুকিংয়ের যা হিসেব সেই অনুযাই অন্ধ্রপ্রদেশে ছবির আয় ৮৫ কোটি টাকা। কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি, কেরালা থেকে আয় ৮ কোটি আর বাকি ভারতে ৭৫ কোটি টাকা। সেই অনুযায়ী ভারতবর্ষে ছবির ব্যবসা মুক্তির দিনই দুশো কোটি ছাড়াবে। আর বিদেশের মার্কেট থেকে আয় হবে ৭০ কোটি টাকা। অর্থাৎ গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে চলেছে ২৭০ কোটি টাকা।