shono
Advertisement

রুপোজয়ী সিন্ধুকে বিশেষ পুরস্কার তেলেঙ্গানা সরকারের

হায়দরাবাদের শেইকপেট গ্রামে প্রস্তাবিত জমি পেলেন ওলিম্পিকে রুপোজয়ী শাটলার৷ The post রুপোজয়ী সিন্ধুকে বিশেষ পুরস্কার তেলেঙ্গানা সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Jan 03, 2017Updated: 06:09 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূলত যুদ্ধ শুরু হয়েছিল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে৷ তিনি কার? সেই নিয়ে তুলকালাম লেগেছিল৷ এমনকী, দুই রাজ্যের সরকারের পক্ষ থেকে পি ভি সিন্ধুকে রীতিমতো প্রতিযোগিতা করে পুরস্কার দেওয়ার ধুম পড়েছিল৷ বলাবাহুল্য, সেই টানাপোড়েনে শেষ পর্যন্ত লাভ হল ভারতীয় ব্যাডমিন্টন তারকারই৷ এবার তেলেঙ্গানা সরকার কথা রাখল৷ সিন্ধুকে তাঁরা প্রায় ৮৩৭ বর্গ মিটার জমি দিল পুরস্কার হিসাবে৷

Advertisement

হায়দরাবাদের শেইকপেট গ্রামে প্রস্তাবিত জমি পেলেন ওলিম্পিকে রুপোজয়ী শাটলার৷ তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ওই জমি সিন্ধুর জন্য বাছা হয়েছে৷ ওলিম্পিকে পদক জয়ের নিরিখে এই পুরস্কার হয়তো সামান্য৷ তবে ভবিষ্যতে আমরা সব সময় ওর পাশে থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ৷” রিওতে রুপো জয়ের পরই সিন্ধু রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন৷ এছাড়া রাজ্য সরকারের তরফে তাঁকে হায়দরাবাদে জমি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল৷ এছাড়া ভবিষ্যতে ব্যাডমিন্টন অ্যাকাডেমি গড়তে চাইলে সবরকম সাহায্য পাবেন, এমন আশ্বাসও দেওয়া হয়েছিল সরকারের তরফে৷

The post রুপোজয়ী সিন্ধুকে বিশেষ পুরস্কার তেলেঙ্গানা সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement