shono
Advertisement
Jaldapara

বাইসনের হানায় ছিন্নভিন্ন শরীর, জলদাপাড়ায় প্রাণ গেল বৃদ্ধের

মৃতের পরিবারকে বনদপ্তরের তরফে আর্থিক সাহায্য করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 09:31 PM Jan 05, 2025Updated: 09:31 PM Jan 05, 2025

রাজকুমার, আলিপুরদুয়ার: বাইসনের হানায় বৃদ্ধের মৃত্যু। জলদাপাড়া জঙ্গল থেকে বাইসন বেরিয়ে হামলা চালায়। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ লতাবাড়ির কাছে ভয়ংকর ঘটনাটি ঘটে। তাতেই মৃত্যু হয় বৃদ্ধের।

Advertisement

মৃত বছর ষাটের বুদ্ধু ওরাওঁ। তিনি কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকার বাসিন্দা। রবিবার ঘড়ির কাঁটায় বিকেল চারটে। গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন বুদ্ধু। আচমকা একটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আসে। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ লতাবাড়ি এলাকায় বুদ্ধুর উপর হামলা চালায় বাইসন। শিংয়ের গুঁতোয় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। মৃতদেহ উদ্ধার করা হয়। আপাতত আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান বলেন, “জঙ্গল লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। যে পথ দিয়ে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি, সেই রাস্তার দুধারেই ঝোপ রয়েছে। ঝোপ থেকে বাইসন বেরিয়ে হামলা চালায়। আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। জঙ্গলের কাছে হলেও এই মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত।" মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। জানা গিয়েছে, মৃতের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি সরকারি চাকরি দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইসনের হানায় বৃদ্ধের মৃত্যু। জলদাপাড়া জঙ্গল থেকে বাইসন বেরিয়ে হামলা চালায়।
  • জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ লতাবাড়ির কাছে ভয়ংকর ঘটনাটি ঘটে।
  • তাতেই মৃত্যু হয় বৃদ্ধের।
Advertisement