সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র ভারতীয় তারকা হিসেবে কোরিয়ায় ট্রফি জয়ের আশা জিইয়ে রেখেছিলেন পি ভি সিন্ধু। শনিবার সেদিকে আরও একধাপ এগোলেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। রুদ্ধশ্বাস সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বী হি বিংজিয়াওকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন তিনি।
চলতি বছরই ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়েছেন। এবার কোরিয়ায় তাঁর সামনে একমাত্র বাধা জাপানের নোজোমি ওকুহারা। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানি ব্যাডমিন্টন তারকার কাছেই বিজয় রথ থেমে গিয়েছিল সিন্ধুর। অলিম্পিকের পর ফের হাতছাড়া হয়েছিল সোনা। তাই এবার বদলা নিতে মুখিয়ে রয়েছেন সিন্ধু। গত তিন সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ওকুহারার মুখোমুখি হবেন হায়দরাবাদি তারকা। রবিবারের ফাইনাল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ব্যাডমিন্টন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ট্রফি জয়ের প্রার্থনা করে সিন্ধুকে শুভেচ্ছাও জানাচ্ছেন তাঁর অনুগামীরা।
[বিরাটদের মতো জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে মিতালিরা]
গোটা টুর্নামেন্টে যেভাবে কঠিন প্রতিপক্ষকে স্ম্যাশ করেছেন, তাতে সিন্ধুর থেকে ভক্তদের প্রত্যাশা বেড়েই চলেছে। শেষ আটে বিশ্বের ১৯ নম্বর মিনাতসু মিতানিকে ৬৩ মিনিটের লড়াইয়ে হারিয়েছিলেন। এদিন হি বিংজিয়াওয়ের সঙ্গেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। এক ঘণ্টা ৬ মিনিটের টক্করে ২১-১০, ১৭-২১, ২১-১৬ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলেন সিন্ধু। প্রথম গেমে চিনা প্রতিপক্ষকে টিকতে না দিলেও সহজে হার মানেননি হি। ঘুরে দাঁড়ান দ্বিতীয় গেমে। তবে দুর্দান্ত ফর্মে থাকা সিন্ধুর কাছে শেষমেশ হার স্বীকার করতে হয় তাঁকে।
সুপার সিরিজ সার্কিটের সপ্তম টুর্নামেন্ট হল কোরিয়া ওপেন। আর সিন্ধুর হাত ধরে এ বছর সুপার সিরিজে সবচেয়ে বেশিবার সিঙ্গলস ফাইনালে পৌঁছনোর নজির গড়লেন ভারতীয় শাটলাররাই। চলতি বছর ষষ্ঠ ভারতীয় হিসেবে সুপার সিরিজ সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু।
[প্রাক্তন অধিনায়ক ধোনিকে এ কী বললেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?]
The post হাড্ডাহাড্ডি লড়াই জিতে কোরিয়া ওপেনের ফাইনালে সিন্ধু appeared first on Sangbad Pratidin.