shono
Advertisement

ঘোষিত কাতার ফুটবল বিশ্বকাপের সূচি, গ্রুপ পর্বে থাকছে বিশেষ চমক

কবে ফাইনাল ম্যাচ? জেনে নিন। The post ঘোষিত কাতার ফুটবল বিশ্বকাপের সূচি, গ্রুপ পর্বে থাকছে বিশেষ চমক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:07 PM Jul 15, 2020Updated: 10:07 PM Jul 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে হাজারো মন্দের মধ্যে ক্রীড়াপ্রেমীদের ভাল খবর। ঘোষিত হল ২০২২ কাতার বিশ্বকাপের দিনক্ষণ। বুধবার আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হল ২০২২ সালের ২১ নভেম্বর সূচনা হবে ফুটবল বিশ্বকাপের। তবে অন্যান্যারের থেকে এবারের সূচি অনেকটাই আলাদা।

Advertisement

ফিফা (FIFA) ও কাতারের সুপ্রিম কমিটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ৬০ হাজার দর্শকাসন যুক্ত আল খোরের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর ফাইনালের আসর বসবে ১৮ ডিসেম্বর দোহার লুলেইল স্টেডিয়ামে। যেখানে একসঙ্গে ৮০ হাজার দর্শক বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এবার গ্রুপ পর্বে দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে কারণে এই পর্বে দিনে চারটি করে ম্যাচ আয়োজিত হবে। হ্যাঁ, একদিনে বিশ্বকাপের চারটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ১২ দিন এভাবেই চলবে গ্রুপ পর্বের ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ১টায়। প্রতিটি ম্যাচের মধ্যে রাখা হতে পারে তিন ঘণ্টার ব্যবধান। দিনের শেষ ম্যাচ শুরু রাত ১০টায়। কাতারের মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। তাই প্রতিদিন ম্যাচের পরিমাণ বেশি হলেও সমস্যা হবে না।

[আরও পড়ুন: দেশে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, এবার স্থগিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজ!]

এরপর শুরু হয়ে যাবে শেষ ১৬-র লড়াই। দিনে হবে দুটি করে ম্যাচ। দুদিনের বিরতির পর কোয়ার্টার ফাইনালে গড়াবে টুর্নামেন্ট। শেষ আট ও শেষ চারের লড়াইয়ের জন্য দু’দিন করে সময় রাখা হয়েছে।

দু’বছর পর জমকালো বিশ্বকাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার। ঢেলে সাজানো হচ্ছে প্রতিটি স্টেডিয়ামকে। যে দুটি স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে, তার কাজ এখনও চলছে। করোনা মহামারীর জেরে কাজে বাধাও এসেছে। তবে প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর কাতার।

[আরও পড়ুন: প্রথম ক্যারিবিয়ান স্ট্রাইকার হিসেবে মহামেডানে সই করলেন প্লাজা, দলকে আই লিগে পৌঁছনোই লক্ষ্য]

The post ঘোষিত কাতার ফুটবল বিশ্বকাপের সূচি, গ্রুপ পর্বে থাকছে বিশেষ চমক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement