স্টাফ রিপোর্টার: কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নবিভ্রাটের অভিযোগ৷ সোমবার ছিল বিবিএ-র অ্যাকাউন্টিং ও অডিটিং পরীক্ষা৷ এদিন প্রথমার্ধের পরীক্ষা চলাকালীন দ্বিতীয়ার্ধের প্রশ্নের প্যাকেট খোলা হয় বলে অভিযোগ৷
পাঁচটি ক্যাম্পাসে মোট পরীক্ষার্থী ছিল প্রায় ৪০০ জনের মতো৷ ছাত্র-ছাত্রীরা ভুল প্রশ্ন হাতে পেতেই তা পরীক্ষাকদের জানান৷ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়৷ প্রশ্নফাঁসের আশঙ্কা এড়াতে ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুজিতকুমার বড়ুয়া জানান, পরীক্ষার নতুন দিন শীঘ্রই ঘোষণা করা হবে৷
Advertisement
The post কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নবিভ্রাট, বাতিল পরীক্ষা appeared first on Sangbad Pratidin.