shono
Advertisement

Breaking News

‘কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম’! স্বীকারোক্তি রাধিকার

কীভাবে সেই তিক্ত অভিজ্ঞতার মোকাবিলা করেছিলেন, জানালেন ‘পার্চড’ অভিনেত্রী৷ The post ‘কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম’! স্বীকারোক্তি রাধিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 AM Sep 21, 2016Updated: 07:34 PM Sep 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টিং কাউচ৷ এই শব্দ আর নতুন নয় বলিউডের কাছে৷ যত সময় পেরিয়েছে, বি-টাউনের এই অন্ধকার জগতের কাহিনি একে একে সামনে এসেছে৷ করিশমা তন্না, সুরভিন চাওলা থেকে শুরু করে রণবীর সিং পর্যন্ত কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন৷ এবারে রাধিকা আপ্তে সবার সঙ্গে শেয়ার করলেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথা৷

Advertisement

এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধিকা শেয়ার করেছেন নিজের এই অতীত অভিজ্ঞতা৷ একবার নয়, দু-দু’বার এই অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে অভিনেত্রীকে৷ একবার দক্ষিণের এক অভিনেতা হোটেল রুমের ইন্টারকম থেকে ফোন করে নাকি অশ্লীল ইঙ্গিত দিয়েছিল তাঁকে৷ দক্ষিণের সেই তারকাকে ভাষার মাধ্যমেই উচিত শিক্ষা দিয়েছিলেন অভিনেত্রী৷

আবার বলিউডের একজন নাকি ফোন করে তাঁকে বলিউডের এক প্রযোজকের শয্যাসঙ্গীনি হতে বলেছিলেন৷ এই বিষয়টিও ‘দাবাং’ স্টাইলেই হ্যান্ডেল করেছিলেন ‘পার্চড’ অভিনেত্রী৷ রণংদেহী মূর্তি ধারণ করে তাঁকে নরকের দিশা দেখিয়ে দিয়েছিলেন৷

অভিনয়ের জন্য প্রয়োজনীয় সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই রাধিকার৷ সাম্প্রতিক ‘পার্চড’ ছবিতে সেই প্রমাণ রেখেছেন তিনি৷ তবে অনৈতিক কাস্টিং কাউচের বিরুদ্ধে নিজের সহকর্মীদের এভাবেই রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন অভিনেত্রী৷

The post ‘কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম’! স্বীকারোক্তি রাধিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement