সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ গ্র্যান্ড স্ল্যাম জিতে থামলেন তিনি। টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। মহাসপ্তমীর দুপুরে স্প্যানিশ মহাতারকা জানিয়ে দিলেন, পেশাদার টেনিসে তাঁর যাত্রা এবার শেষ। নভেম্বরে ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন ক্লে কোর্টের সম্রাট। শেষ মরশুমেও ১৯টি ম্যাচ খেলে ১২টিতে জিতেছেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই অবসরের ইঙ্গিত মিলেছিল নাদালের কথায়। ২০২৪ মরশুম শেষ হলেই হয়তো চিরদিনের মতো পেশাদার টেনিসকে বিদায় জানাবেন ক্লে কোর্টের সম্রাট, জল্পনা ছিলই। প্যারিস অলিম্পিকে সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়ার পরে নাদালকে নিয়ে সেই জল্পনা আরও বাড়ে। অবশেষে নাদাল নিজেই জানিয়ে দিলেন, এবার টেনিস কেরিয়ারে ইতি। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে খেলবেন। তার পরে তুলে রাখবেন টেনিস র্যাকেট।
বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন নাদাল। সেই ভিডিওতে নাদালের কেরিয়ারের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। সঙ্গে স্প্যানিশ তারকা বলেন, "এবার টেনিস থেকে অবসর নিচ্ছি। গত দুবছর সত্যিই খুব কঠিন সময় গিয়েছে আমার পক্ষে। অবসরের সিদ্ধান্ত নেওয়াও খুব কঠিন ছিল। তবে অনেকটা সময় ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনে সব কিছুরই একটা শুরু থাকে। সবকিছুই শেষ হয়।"
সবমিলিয়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে নাদালের ক্যাবিনেটে। তার মধ্যে ১৪টি ফরাসি ওপেন। জিতেছেন অলিম্পিক সোনা। কেরিয়ারে ৯২টি মেজর জিতেছেন। এবার শেষ হচ্ছে টেনিস কোর্টে নাদালের সফর।