আলাপন সাহা: নতুন মরশুমে হয়তো নতুন কোচ রাজস্থান রয়্যালসের। আর কোচের হটসিটে বসতে পারেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর এমনই।
ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেনডেবলের হাত ধরেই টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। বিশ্বজয়ের পরই বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চায় আইপিএলের একাধিক দল।
[আরও পড়ুন: ভিনেশকে নিয়ে জোর সওয়াল সালভের, মিরাকলের অপেক্ষায় দেশবাসী]
সূত্রের খবর, রাজস্থান রয়্যালসে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারার ছেড়ে যাওয়া চেয়ারে বসতে পারেন রাহুল দ্রাবিড়। দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক তাঁর ঠিকানা বদলাতে চলেছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সঙ্গকারাকে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে চাইছে। ম্যাথু মট গত মাসে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে সেই শূন্যস্থান এখনও ভরাট হয়নি। সেই জায়গাতেই সঙ্গাকারা যাবেন বলে সূত্রের খবর। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হতে চলেছেন সঙ্গাকারা।
ফলে রাজস্থান রয়্যালসে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। অতীতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরে রাজস্থানের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৫ সালে রাজস্থান তৃতীয় স্থানে আইপিএল শেষ করেছিল। তার পিছনে ছিল রাহুল দ্রাবিড়ের ভূমিকা। এবার ফের রাজস্থান রয়্যালস দলে ফিরতে চলেছেন তিনি। এবার কোচের ভূমিকায়।
এদিকে গুজরাট টাইটান্সের হেড কোচ হিসেবে আইপিএলে কাজ চালিয়ে যাবেন আশিস নেহরা। গুজরাট তাঁকে আর রাখবে না, এমন গুঞ্জন ছড়িয়েছিল নেহরাকে নিয়ে। কিন্তু আইপিএলে গুজরাট টাইটান্সের রিমোট কন্ট্রোল তাঁর হাতেই থাকবে।