shono
Advertisement

আরও প্রস্তুতির প্রয়োজন ছিল, ফাইনাল হেরে দাবি দ্রাবিড়ের, ভেন্যু নিয়ে প্রশ্ন তুললেন রোহিত

টস জিতে কেন বোলিংয়ের সিদ্ধান্ত? সে ব্যাখ্যাও দিলেন কোচ দ্রাবিড়।
Posted: 07:38 PM Jun 11, 2023Updated: 04:38 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আরও একবার ব্যর্থ টিম ইন্ডিয়া। কেন বারবার বিদেশের মাটিতে এভাবে মুখ থুবড়ে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে?ফাইনালে হারের পর কোচ রাহুল দ্রাবিড় থেকে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), একসুরে বলে দিচ্ছেন দলের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। এমনকী ম্যাচের ভেন্যু ও সময় নিয়েও প্রশ্ন তুলে দিলেন রোহিত।

Advertisement

গত ২৯ মে শেষ হয় আইপিএল। আর ৭ জুন ওভালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। অর্থাৎ মাঝে মাত্র সাত-আট দিন সময়। তার উপর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিমেষে সুইচ করে টেস্ট ফরম্যাটে ফেরা। তাও আবার বিলেতের মাটিতে। ফলে প্রস্তুতির তেমন সময়ই পাননি রোহিত-কোহলি-শুভমানরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাই ক্যাপ্টেন রোহিত বলছেন, “গতবার অনেকটা আগে ফাইনালের জন্য পৌঁছে গিয়েছিলাম। ভাল পারফর্মও করেছিলাম। কিন্তু এবার সত্যিই প্রস্তুতির একেবারেই সময় পাওয়া যায়নি। তাছাড়া টি-টোয়েন্টি আর টেস্টের মধ্যে অনেক পার্থক্য। টি-টোয়েন্টিতে অন্যরকম শট মারা হয়, বোলিং প্যাটার্নও অন্য। যেখানে টেস্টে অনেক বেশি ধৈর্য ধরে শৃঙ্খলা রেখে খেলতে হয়। তাই আমার মনে হয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতির জন্য ২০-২৫ দিন সময় পেলে ভাল হয়।”

[আরও পড়ুন: কোচ বদলায়, বদলায় ক্যাপ্টেনও, ভাগ্য বদলায় না! আরও প্রকট ভারতের ‘চোকার্স’ তকমা]

তবে শুধু প্রস্তুতির অভাবই নয়, ম্য়াচের সময় এবং ভেন্যু নিয়েও প্রশ্ন তুলেছেন রোহিত। তাঁর দাবি, জুন ছাড়া অন্য কোনও সময়েও এই ফাইনালের আয়োজন করা যেত। তাছাড়া ইংল্যান্ড ছাড়াও আরও অনেক দেশ আছে যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতেই পারে। অর্থাৎ বারবার ইংল্যান্ডে ফাইনাল হওয়া নিয়েও কার্যত বিরক্তিই প্রকাশ করলেন তিনি। প্রসঙ্গত, আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও ইংল্যান্ডেই। এবার লর্ডসে বসবে আসর।

এদিকে, দলের প্রস্তুতি নিয়ে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) গলাতেও একই সুর। বলছেন, “টেস্ট হারের অজুহাত হিসেবে বলছি না। তবে সত্যিই আরও প্রস্তুতির দরকার ছিল। সেটা হলে ভাল হত।” পাশাপাশি হারের কারণ হিসেবে দ্বিতীয় ইনিংসে পার্টনারশিপের অভাবকে তুলে ধরেন তিনি। বলেন, ভারতের দ্বিতীয় ইনিংসে বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। তাছাড়া খেলার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে অনেক খুচরো রান দিয়ে ফেলেছিলেন বোলাররা। কিন্তু টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কতখানি ঠিক ছিল? ‘দ্য ওয়াল’ জানাচ্ছেন, ওভালের ঘাস আর মেঘলা আবহাওয়া দেখেই রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৩০০-৩২০ রানের মধ্যে ওদের বেঁধে ফেলাই লক্ষ্য ছিল। সেই কারণ তুলে নিতে পারত ভারত। কিন্তু সবসময় সব হিসেব মেলে না। অস্ট্রেলিয়া ভাল খেলেছে।

[আরও পড়ুন: ‘আম্পায়ার আরও দেখে সিদ্ধান্ত নিতে পারতেন’, শুভমানের আউট নিয়ে হতাশ রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement