shono
Advertisement

Breaking News

শহিদের জন্য মোদির দরবারে রাহুল

যে রাহুল গান্ধী পদে পদে মোদির সমালোচনা করতেন, তাঁর মুখেই এখন উল্টো সুর৷ The post শহিদের জন্য মোদির দরবারে রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Oct 01, 2016Updated: 03:08 PM Oct 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলট-পুরাণ৷ যে রাহুল গান্ধী পদে পদে মোদির সমালোচনা করতেন, তাঁর মুখেই এখন উল্টো সুর৷ গতকালই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য মোদির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাহুল৷ এবার এক শহিদের জন্য মোদির কাছে দরবারও করলেন তিনি৷

Advertisement

উরি হামলার জবাবে যে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা সমর্থন করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী৷ মায়ের পথ ধরেই মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীও৷ বলেছিলেন, এতদিনে তিনি প্রধানমন্ত্রী হয়ে একটা কাজের কাজ করেছেন৷ তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তানকে জবাব দেওয়ার প্রশ্নেই এক সময় ইউপিএ সরকারকে তুলোধোনা করেছে তখনকার বিরোধী মোদি, অমিত শাহরা৷ যদিও দেশের সংকটের সময় শাসক-বিরোধী সমীকরণটায় ততটা আমল দেননি সোনিয়া, রাহুলরা৷ বিরোধীদের থেকে ক্ষোভে ফুঁসতে থাকা জনগণই মোদির উপর চাপ বাড়িয়েছিল৷

প্রধানমন্ত্রীর প্রশংসার পর এবার এক শহিদের জন্যও মোদির দ্বারস্থ হলেন রাহুল৷ গত জুলাইয়ে এই শহিদের পরিবার রাহুলের সঙ্গে দেখা করেছিলেন৷ তাঁদের সাহায্য করার ক্ষেত্রে প্রশাসনিক কিছু গলতি থেকে গিয়েছে বলেই মনে হয়৷ সেদিকটাই খতিয়ে দেখার অনুরোধ করলেন রাহুল৷ তবে ইঙ্গিতপূর্ণভাবে, এ নিয়ে প্রধানমন্ত্রীকে কোনও আক্রমণের পথে গেলেন না তিনি৷ বরং শান্তভাবেই মোদির কাছে দরবার করেছেন৷

সামনেই উত্তরপ্রদেশ ও গুজরাত নির্বাচন৷ দলিত ইস্যুতে রীতিমতো কোণঠাসা ছিল শাসকদল বিজেপি৷ কিন্তু উরি হামলার পর থেকে সে হাওয়া ঘুরে গিয়েছে৷ বিশেষত সার্জিক্যাল স্ট্রাইকের পর, মোদির গ্রহণযোগ্যতা তুঙ্গে৷ রাজনৈতিক মহলের ধারণা, হাওয়া বুঝেই মোদিকে আক্রমণের পথ থেকে একটু হলেও সরেছে কং শিবির৷ সারা দেশ জুড়ে যখন জাতীয়তাবোধের হাওয়া বইছে, তখন শহিদের হওয়া দরবার করাও কি সেই বাতাসে পাল তোলারই ইঙ্গিত!

The post শহিদের জন্য মোদির দরবারে রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement