সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের অন্তর্বর্তী বাজেটকে আখরি জুমলা বাজেট বলে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ক্ষুদ্র চাষিদের বছরে ৬০০০ হাজার টাকার ঘোষণা করলেন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তারপরই সরকারের বাজেটকে কটাক্ষ রাহুলের। তিনি জানান, ক্ষুদ্র চাষিদের দিনে ১৭ টাকা করে দিয়ে তাঁদের অপমান করেছে সরকার।
[ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ, আয়করের দ্বিগুণ ছাড়ে স্বস্তিতে মধ্যবিত্ত]
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সরকার ঘোষণা কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে। সেখান থেকে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ৬০০০ টাকা। শুক্রবার বাজেট পেশ হওয়ার পর রাহুল গান্ধী টুইট করেন। সেখানে লেখেন, “প্রিয় ন মো, গত পাঁচ বছরে আপনার অসম্পূর্ণতা ও ঔদ্ধত্যে আমাদের কৃষকদের জীবন নষ্ট হয়েছে। ১৭ টাকা রোজ হিসেবে ওদের দেওয়া অপমান ছাড়া কিছুই নয়।” এই টুইটের পর একটি হ্যাশট্যাগও তৈরি করেন রাহুল। লেখেন ‘আখরি জুমলা বাজেট’। শুক্রবার বাজেটে পীযূষ গোয়েল বলেন, “ডিসেম্বর থেকে এই প্রকল্পের কিস্তি শুরু হয়েছে। তিন মাসের কিস্তিতে প্রত্যেক মাসে ২০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মার্চের মধ্যে সব টাকা ঢুকে যাবে।”
[‘মেয়াদ উত্তীর্ণ’ দেখনদারির বাজেট, কড়া সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়]
বিজেপি সরকারের এই বাজেটকে প্রশংসা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, “এটা আসলে নির্বাচনের বাজেট।” অর্থাৎ নির্বাচনকে মাথায় রেখে মানুষের স্বার্থে অনেক ভাল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। একই কথা বললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, “ভোট অন অ্যাকাউন্ট নয়। এটা অ্যাকাউন্ট অন ভোট। নির্বাচনের ভাষণে যা যা বলবেন, সেটা মাথায় রেখেই বাজেট তৈরি হয়েছে। নির্বাচন মাথায় রেখে বাজেট ঘোষণা হয়েছে। কীভাবে বাস্তবায়িত হবে, ভাবেনি।” শুধু তাই নয়, চিদাম্বরম মনে করিয়ে দেন, পরপর দু’বছর ফিসকাল ঘাটতি মেটাতে ব্যর্থ মোদি সরকার।
The post টুইটারে ‘আখরি জুমলা’ লিখে ফ্রন্টফুটে রাহুল, বাজেট নিয়ে সাবধানী কংগ্রেস appeared first on Sangbad Pratidin.