shono
Advertisement

‘সাহস থাকলে ১৫ মিনিট বিতর্কে অংশগ্রহণ করুন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

দেশ জুড়ে 'সংবিধান বাঁচাও' কর্মসূচির সূচনা কংগ্রেস সভাপতির। The post ‘সাহস থাকলে ১৫ মিনিট বিতর্কে অংশগ্রহণ করুন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 PM Apr 23, 2018Updated: 07:18 PM Oct 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান বিচারপতিকে ইমপিচ করার আবেদন করেছিল কংগ্রেস। প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন সাতটি রাজনৈতিক দলের ৬৪ জন সাংসদ। কিন্তু, বিনা নোটিসে সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। তবে এতে দমবার পাত্র নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার ফের চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তিনি। মোদিকে রাহুলের চ্যালেঞ্জ, ‘সংসদে আমার মুখোমুখি হতে পারবেন না প্রধানমন্ত্রী। সাহস থাকলে অন্তত ১৫ মিনিট বিতর্কে অংশ নিন।’  কংগ্রেস সভাপতির অভিযোগ, দেশে যতই আগুন লাগুক, মেয়েরা ধর্ষিতা হোন কিংবা তফশিলি ও সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হোক না কেন, মোদি কেবল ফের প্রধানমন্ত্রীর হওয়ার চিন্তায় ব্যস্ত।

Advertisement

[দেশের প্রধান বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাব খারিজ উপ-রাষ্ট্রপতির]

সোমবার থেকে দেশ জুড়ে ‘সংবিধান বাঁচাও’ সূচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দিল্লিতে কর্মসূচির প্রথম দিনে মোদির বিরোধিতার সুরটি বেঁধে দিলেন তিনি। নারী সুরক্ষা, দলিতদের অধিকার, দেশের সাংবিধানিক পরিকাঠামো-সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, মোদি জমানায় দেশে  কার্যত কোনও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। সর্বত্রই কেবল আরএসএসের আদর্শ আর চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে। সংবিধানকে উপেক্ষা করাই শুধু নয়, পূর্ববর্তী সরকারগুলির কাজকেও সচেতনভাবে অস্বীকার করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কর্মসংস্থান-সহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মোদিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, লোকসভা ভোটে ফের দেশবাসীকে নতুন নতুন প্রতিশ্রুতি কথা শোনাবেন মোদি। রাজীব-পুত্রের কটাক্ষ, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’  স্লোগান এখন বিজেপি নেতাদের হাত থেকে ‘বেটি বাঁচাও’-এ পরিণত হয়েছে। উন্নাও কাণ্ডে তোলপাড় গোটা দেশ। উত্তরপ্রদেশে উন্নাওয়ে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাচক্রে, উত্তরপ্রদেশেও ক্ষমতায় বিজেপি। আগামী বছর লোকসভা নির্বাচন। কংগ্রেস সভাপতি রাহুল গা্ন্ধী বলেন, দেশের সব সমস্যার সমাধান করতে পারে একমাত্র কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে মানুষই মোদিকে ‘মন কি বাত’  শোনাবেন।

[বিজেপিই প্রধান শত্রু, পার্টি কংগ্রেস থেকে লড়াইয়ের ডাক ইয়েচুরির]

The post ‘সাহস থাকলে ১৫ মিনিট বিতর্কে অংশগ্রহণ করুন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement