shono
Advertisement

সংসদেই মুছে দেওয়া হল ‘ভারতমাতা’র নাম! বিস্মিত রাহুল বিঁধলেন মোদিকে

ভারতমাতার অপমান করেছে বিজেপি, অভিযোগ রাহুলের।
Posted: 04:07 PM Aug 11, 2023Updated: 04:07 PM Aug 11, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদে তাঁর ভাষণ থেকে ‘ভারতমাতার হত্যা’ বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, ইতিহাসে এই প্রথমবার ‘ভারতমাতা’ শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ পড়ল। এবার কি এই দেশের মানুষ ভারতমাতাও বলতে পারবেন না? প্রশ্ন কংগ্রেস নেতার।

Advertisement

আসলে গত বুধবার লোকসভা রাহুল যে ভাষণ দিয়েছিলেন, তাতে তিনি অভিযোগ করেন, মণিপুরে ভারতমাতার হত্যা করা হয়েছে। স্পিকার ওম বিড়লার (Om Birla) নির্দেশে রাহুলের বক্তব্যের সেই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ‘ভারত মাতা’র হত্যা সংক্রান্ত যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, সেই অংশটির রেকর্ড রাখা হয়নি। তাতেই রাহুল ক্ষুব্ধ। রীতিমতো বিস্ময় প্রকাশ করে তিনি বলছেন, এবার কি ভারতমাতাও বলা যাবে না?

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইতিহাস রোনাল্ডোর, মেসিকে টপকে প্রথম ব্যক্তি হিসাবে গড়লেন এই নজির]

রাহুল দাবি করেছেন, তাঁর মণিপুর (Manipur) সফরে কুকি এলাকায় মেইতেই নিরাপত্তারক্ষী আর মেইতেই এলাকায় কুকি নিরাপত্তারক্ষীও নিয়ে যেতে দেওয়া হয়নি। বলা হয়েছিল, কুকি এলাকায় মেইতেই নিরাপত্তারক্ষী আনলে তাঁকে মেরে ফেলা হবে। আর মেইতেই এলাকায় কুকি নিরাপত্তারক্ষী আনলে তাঁকেও মেরে ফেলা হবে। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলছেন,”তার মানে এটা স্পষ্ট যে মণিপুর আর একটা রাজ্য নেই। দুটি রাজ্যে পরিণত হয়েছে। বিজেপি মণিপুরকে হত্যা করেছে। ভারতের হত্যা হয়েছে। ওখানে শুধুই হিংসা হচ্ছে। কোনও আলোচনা হচ্ছে না।”

[আরও পড়ুন: বাড়ির বাইরে রাত কাটানোর ‘শাস্তি’, মেয়েকে খুন করে মৃতদেহ বাইকে বেঁধে ঘোরালেন বাবা]

রাহুলের বক্তব্য,”আমি কি এমন ভুল বললাম। আমি বলেছি ভারত মাতা যেটা একটা আদর্শ, ভারতে সবাই একসঙ্গে ভালবেসে, মিলেমিশে থাকে, সেই আদর্শটাকে হত্যা করা হয়েছে। তাহলে ভুলটা কী বললাম?” প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতির অভিযোগ, ‘ভারতমাতা’ শব্দটি সংসদের বিবরণী থেকে বাদ দিয়ে আসলে শব্দটির অপমান করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement