shono
Advertisement

Breaking News

জওয়ানদের শেষ শ্রদ্ধায় মোবাইল হাতে রাহুল, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

এই ছবি টুইট করেই রাহুলকে আক্রমণ বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের।
Posted: 03:31 PM Feb 17, 2019Updated: 03:31 PM Feb 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার পর শোকাচ্ছন্ন গোটা দেশ। শাসক-বিরোধী দুই শিবিরই শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন। প্রত্যাঘাতের জন্য সরকার এবং সেনাকে সবরকম সহযোগিতার বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। সরকারও এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে বিরোধীদের। অথচ, রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে খোদ শাসক শিবির থেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে দিল্লি বিমানবন্দরে জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও একমনে মোবাইলের দিকে তাকিয়ে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর, এই ছবিকে হাতিয়ার করেই কংগ্রেস সভাপতির মুণ্ডপাত করার চেষ্টা করছে শাসক শিবির। খোদ বিজেপি সাংসদ পরেশ রাওয়াল এই ছবিটি তুলে ধরে টুইট করেছেন।

Advertisement

[পাকিস্তানের ঘাড়ের কাছে শক্তি প্রদর্শন বায়ুসেনার, পোখরানে মহড়া]

একা পরেশ রাওয়াল নন, সোশ্যাল মিডিযায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে এই ছবি। সঙ্গে নানা ধরনের ক্যাপশন। কেউ বলছে, এই ছবিতেই প্রমাণ করে দেয় দেশ তথা সেনার প্রতি কোনও দায়বদ্ধতা নেই কংগ্রেসের। কেউ কেউ আবার এই ঘটনার জন্য কংগ্রেস সভাপতির শাস্তিও দাবি করছে। কিন্তু প্রশ্ন হল ছবিটি আদৌ সত্যি তো, নাকি ফটোশপের কারসাজি? আর যদি সত্যিও হয় তাহলে কি পরিস্থিতিতে ছবিটি তোলা? এসব যাচাই না করেই মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত? এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে, এর আগে পুলওয়ামার হামলাকারী আদিল আহমেদ দারের সঙ্গে রাহুলের ভুয়ো ছবি ভাইরাল হয়েছিল, যা নিয়ে বেশ বিতর্কও সৃষ্টি হয়।

[পাকিস্তানকে ভাতে মারতে তৎপর নয়াদিল্লি, তৈরি চূড়ান্ত কৌশল]

তবে, এ ক্ষেত্রে ছবিটি ভুয়ো নয়। জওয়ানদের শ্রদ্ধা জানানোর মঞ্চে সত্যিই মোবাইলের দিকে একবার তাকিয়ে ছিলেন রাহুল গান্ধী। তবে, সেটা কয়েক সেকেন্ডের জন্য। রাহুল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছে যান। শ্রদ্ধা জানানোর পরও ঘটনাস্থল ছাড়েননি তিনি। দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন সেনা আধিকারিকদের সঙ্গে। সেসময় শাসক শিবিরের নেতা-মন্ত্রীরা জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছিলেন। মাঝখানে হঠাৎ একবার দেখা যায় পকেট থেকে তিনি ফোনটি বার করলেন। ২০ সেকেন্ড মতো সময় ফোনের দিকে তাঁকিয়ে ফের পকেটে ঢুকিয়ে নেন তিনি। সেই মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেটাই কাজে লাগিয়ে তাঁকে কোণঠাসা করছে বিজেপি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement