shono
Advertisement

Breaking News

‘পর্নস্টারের’সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

তুঙ্গে বিতর্ক৷ The post ‘পর্নস্টারের’ সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:05 PM Jan 18, 2019Updated: 12:05 PM Jan 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দুবাইয়ের একটি পাঁচ তারা হোটেলে কংগ্রেস সভাপতির রাজকীয় ব্রেকফাস্টের ছবি৷ বলা হয়েছিল গরুর মাংস-সহ নাকি ব্রেকফাস্ট করেছেন তিনি৷ তবে এবার বিতর্কের সূত্রপাত অভিনেত্রী তথা ‘পর্নস্টার’ নাতালিয়া ব়্যামোসের সঙ্গে রাহুলের একটি ছবিকে কেন্দ্র করে৷ ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন রসিক কমেন্ট৷ ছবিটি শেয়ারও হয়েছে প্রচুর৷ তবে ছবিটির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন৷

Advertisement

[মেঘালয়ের অভিশপ্ত খনিতে দেহের সন্ধান পেল নৌসেনা ]

২০১৮-র ৫ ডিসেম্বর এই ছবিটি আপলোড করা হয় আত্মারাম থাপালিয়া নামের এক ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে৷ ক্যাপশনে রাহুলকে “পৈতেধারী ব্রাহ্মণ” বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রায় হাজারের কাছাকাছি শেয়ার হয় পোস্টটি৷ একজন পর্নস্টারের সঙ্গে কী করছেন রাহুল গান্ধী, এই প্রশ্ন তোলেন অনেকেই৷ অনেকে রসিকতা করেন ছবিটিকে ঘিরে৷ একাংশ আবার ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷ অবশেষে ছবিটির সত্যতা যাচাই করতে নামে ‘ইন্ডিয়া টুডে’৷ সত্যানুসন্ধান করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷

[সাংবাদিক হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা রাম রহিমের]

জানা গিয়েছে, ২০১৭-র ১৪ সেপ্টেম্বর ছবিটি তাঁর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে আপলোড করেছিলেন নাতালিয়া৷ এর ঠিক আগের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি৷ যেখানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সভাপতির বক্তৃতা শুনে আপ্লুত হয়ে যান নাতালিয়া এবং তাঁর সঙ্গে একটি ছবি তোলেন উনি৷ ছবির ক্যাপশনে ওই আলোচনা সভার আয়োজক ও রাহুল গান্ধীকে ধন্যবাদও জানিয়েছেন নাথালিয়া৷ এমনকী, সত্যতা যাচাই করে ‘ইন্ডিয়া টুডে’ জানতে পেরেছে নাতালিয়ার আসল পরিচয়ও৷ সংবাদ গোষ্ঠীটি জানতে পেরেছে, পর্নস্টার বলা হলেও নাথালিয়া ব়্যামোস আসলে একজন মার্কিন অভিনেত্রী৷ ২০১১-তে নিকলোডিয়ান চ্যানেলে মুক্তি পাওয়া টিভি সিরিজ ‘House of Anubis’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি৷ কাজ করেছেন আরও অনেক ছবিতে৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’৷

The post ‘পর্নস্টারের’ সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement