সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি পদবি’ (Modi Surname) মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) শাস্তিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই সাংবাদিক সম্মেলন করতে এসে আত্মবিশ্বাসী সুরে রাহুলকে বলতে শোনা গেল, ”সত্যের জয় সব সময়ই হয়।”
২০১৯ সালের ১৩ এপ্রিল কর্নাটকের কোলারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করে রাহুল বলেন, “দুর্ভাগ্যজনক যে দেশের বড় বড় চোরেদের পদবি মোদি।” তৎকালীন কংগ্রেস সাংসদ ওই বক্তব্যের মধ্যে গোটা মোদি সমাজকেই অপমান করেছেন বলে গুজরাটের সুরাট আদালতে মামলা করেন পূর্ণেশ মোদি। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট আদালত। পরদিনই তাঁর সাংসদপদ খারিজ করে লোকসভার সেক্রেটারিয়েট। নিম্ন আদালতের রায় বহাল রাখে গুজরাট হাই কোর্টও। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ”কেন সর্বোচ্চ সাজা দেওয়া হল, তার কোনও কারণ নিম্ন আদালত ব্যাখ্যা করেনি। তাই এই শাস্তি স্থগিত রাখতে হবে।”
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলে, ”নিম্ন আদালতের রায়ের প্রভাব সুদুরপ্রসারী। এর ফলে শুধু যে রাহুল গান্ধীর অধিকার খর্ব হয়েছে তাই নয়, যারা তাঁকে ভোট দিয়েছেন, তাদের অধিকারকেও প্রভাবিত করছে।”
[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে কেদারনাথ যাত্রার রাস্তায় ভয়ংকর ধস, প্রাণ গেল ৩ জনের, নিখোঁজ বহু]
স্বাভাবিক ভাবেই শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ রাহুলকে বিরাট স্বস্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে টুইটারে তিনি লেখেন, ‘পরিস্থিতি যাই হোক, আমার কর্তব্য একটাই। ইন্ডিয়ার ধারণাকে রক্ষা করা।’ এরপর সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা যায়, ”আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, সত্যের জয় হয়ই। আমার রাস্তা পরিষ্কার। যাঁরা আমাদের সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ। সাধারণ মানুষকেও ধন্যবাদ তাঁদের ভালবাসা ও সমর্থনের জন্য।”