shono
Advertisement
Rahul Gandhi

মোদি না গেলেও তৃতীয়বার মণিপুরে রাহুল, প্রধানমন্ত্রীর মস্কো সফরকে কটাক্ষ কংগ্রেসের

মণিপুরে ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন রাহুল।
Published By: Amit Kumar DasPosted: 04:58 PM Jul 08, 2024Updated: 08:05 PM Jul 08, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনও মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। জিরিবামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দুর্দশার কথা। এদিকে সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরকে এড়িয়ে প্রধানমন্ত্রীর এই রাশিয়া সফরকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।

Advertisement

সোমবার সকালে অসমের শিলচর বিমানবন্দরে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তাঁকে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা। অসমের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দ্যেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। তাঁর আগে অসমের চাঁচর জেলায় মণিপুরের দুর্গতদের জন্য করা ত্রাণ শিবিরে যান রাহুল। মণিপুর পৌঁছে সোজা জিরিবামের ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন রাহুল। সেখানে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে সড়কপথে চূড়াচাঁদপুরের উদ্দ্যেশে রওনা দেন বিরোধী দলনেতা। চূড়াচাঁদপুরে জাতিগত হিংসায় ঘরছাড়াদের ত্রাণ শিবির পরিদর্শন করেন রাহুল গান্ধী। এদিন রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইবোবি সিং। মেঘচন্দ্র এদিন সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধীর এই সফরের লক্ষ্য গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

[আরও পড়ুন: ‘প্রশ্নফাঁস, আগে থেকেই বলবেন না যে কিছু হয়নি’, NEET-UG কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে]

তবে এই নিয়ে ৩ বার রাহুল মণিপুর সফরে গেলেও, ভয়াবহ হিংসার পর থেকে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের এই রাজ্যে পা রাখতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরই মাঝে সোমবার রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন মোদি। সেই ইস্যুতে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে তিনি লেখেন, 'আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা অসম ও মণিপুরে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে। ২০২৩ সালের ৩ মে থেকে ভয়াবহ হিংসায় রক্তাক্ত মণিপুর। অথচ আজও প্রধানমন্ত্রী ওই এলাকায় পা তো রাখেননি এমনকী সেখানকার মুখ্যমন্ত্রী বা কোনও রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎও করেননি।'

এদিকে রাহুল গান্ধীর এই মণিপুর সফরকে 'ট্র্যাজেডি সফর' বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপি নেতা অমিত মালব্যকে। মণিপুরে হিংসার দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে বিজেপির কটাক্ষ, 'মণিপুরে এই জাতিগত হিংসা কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীনতার ফল। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই রাজ্য কয়েক দশক ধরে সাধারণ মানুষ, পুলিশ এবং সেনা জওয়ানদের হত্যার সাক্ষী রয়েছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement