সুব্রত বিশ্বাস: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিলুয়া রেল (Rail) আবাসনের ছাদের একাংশ। আহত হলেন আবাসিক রেলকর্মীরা মেয়ে। কোনও ক্রমে সাড়ে যাওয়ায় প্রাণে বাঁচলেও পায়ে আঘাত লাগে। রেলের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বেলুড় থানায় মামলা দায়ের করেছেন আবাসিক রেলের আর্টিজেন গোরেলাল রবিদাস।
গোরেলাল রবিদাস অভিযোগ করেন, প্রতি মাসে এগারো হাজার টাকা কোয়াটার্স ভাড়া গুনতে হচ্ছে। অথচ রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক হয়ে পড়েছে ব্রিটিশ আমলে কোয়াটার্সগুলি। বিগত দশ বছর ধরে বলে বলেই রেলকে দিয়ে মেরামত করানো যায়নি। নিজের খরচে একবার বাধ্য হয়ে মেরামত করা হয়েছিল।
[আরও পড়ুন : প্রকৃতিকে শান্ত করলেই বিদায় নেবে করোনা! বিশ্বাসে করমপুজোয় মাতলেন আদিবাসীর]
এদিন ঘটনার পর উপস্থিত হন স্থানীয় বিদায়ী কাউন্সিলর কৈলাস মিশ্র। আগামী মঙ্গলবার তারা রেলের ইঞ্জিনিয়ারিং অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখবেন বলে জানিয়েছেন। আবাসিকদের অভিযোগ, মেরামতের অভাবে সব আবাসনগুলির জীর্ণ দশায় পরিণত হয়েছে। ফলে রবিবার বেলার দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৫৭ লিলুয়া ফিনলে রোডের আবাসনের ছাদের একাংশ। আহত হন আবাসিক কিশোরী পিঙ্কি কুমারী। এরপরই রেলের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ করেন আবাসিকরা।
রেল আবাসন মেরামতের আশ্বাস দিলেও এবছর মেরামতির কাজ করতে গিয়ে বিপদে পড়ছেন। অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আর কে বিশ্বাস বলেন, “অর্থের অভাবে ঠিকমতো টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। তাই কাজ হচ্ছে না।” সমস্যা মিটে গেলে কাজ হবে বলে জানান তিনি।
[আরও পড়ুন : মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে ব্যবহৃত PPE কিট, বাড়ছে সংক্রমণের আতঙ্ক]
The post হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিলুয়ার রেল আবাসনের ছাদের একাংশ, জখম কিশোরী appeared first on Sangbad Pratidin.