shono
Advertisement

দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি

সকালে ঘন কুয়াশা ঘিরে ফেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ The post দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 AM Mar 09, 2017Updated: 03:30 AM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তের অকাল বৃষ্টি নামিয়ে দিল শহর কলকাতার পারদ৷ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা ঘিরে ফেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিনও আংশিক মেঘলা থাকবে আকাশ৷ রয়েছে বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ ঝড়-বৃষ্টির এই পালা চলতে পারে দোল পর্যন্ত৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷

Advertisement

‘সন্ত্রাসবাদীরা যেন ভুলে না যায় তাদেরও পরিবার রয়েছে!’

বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি৷ বুধবারও দিনভর আকাশ মেঘলা ছিল৷ আকাশভাঙা বৃষ্টির দৌলতে ভেঙেছে এক দশকের পুরনো রেকর্ড৷ মার্চ মাসে অকাল বৃষ্টির নতুন নজির গড়েছে বুধবারের কলকাতা৷ মাসের গোড়ায় যে মহানগরে ব্যারোমিটারের পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, এদিন বৃষ্টির জেরে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের ৬ ডিগ্রি নিচে৷ এদিন কলকাতায় বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪২ মিলিমিটার৷ দশ বছরের নথি ঘেঁটে আলিপুর জানায়, এর আগে মার্চের বৃষ্টিতে তালিকার শীর্ষে ছিল ২০০৯ সালের ১২ মার্চ – ২৯.৫ মিলিমিটার৷

৬৯ বছর ধরে বিনামূল্যে প্রসূতিদের চিকিৎসা করছেন ইনি

আবহাওয়ায় এমন ভোলবদল কেন? আলিপুরের ব্যাখ্যা, এর নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্ত৷ আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি৷ এই ‘জোড়া ফলা’র টানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে উষ্ণ-আর্দ্র বাতাস বঙ্গে ঢুকছে৷ সেটাই বজ্রগর্ভ মেঘ তৈরি করে কলকাতা ও রাজ্যের উপকূলে বৃষ্টি নামাচ্ছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত দু’টির সক্রিয়তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টিরও প্রভূত সম্ভাবনা রয়েছে৷

এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির

The post দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement