অর্ণব আইচ: টানা বর্ষণে কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। এর জেরে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। রাত ২.৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে। পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় বাসিন্দাদের অনেকেই আটকে পড়েছেন। ধ্বংসস্তূপ সরানো না হলে তাঁদের উদ্ধার করা সম্ভব নয়।
[খড়ের চালা থেকে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের উড়ানে বাংলার অগ্নিদীপ]
জানা গিয়েছে, এক মৃত ব্যক্তির নাম গোপাল নস্কর (৬২)। তিনি ওই বাড়িরই বাসিন্দা। গভীর রাতে ঘটনাটি ঘটায় সবাই প্রায় ঘুমিয়েছিলেন। ধ্বংসস্তূপে আচমকা আটকে পড়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু হয়েছে আরও একজনের, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন। দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির েকতলাতে ছিল দোকান। মৃতদের একজন সেই দোকানেরই কর্মী ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত দুই ব্যক্তির নাম রতন জানা(৪৮) ও বিনোদ শ(৫০)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুরসভার তরফে জানানো হয়েছে, বৈঠকখানা বাজারের বাড়িটি যে বিপজ্জনক অবস্থায় রয়েছে তা মালিকদের জানানো হয়েছিল। সেইমতো বাড়ি ভেঙে ফেলারও নির্দেশিকা যায়। তবে তারপরেও গা করেননি মালিকরা। মালিকানা সংক্রান্ত সমস্যার জেরেই বাড়ি ভাঙা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যেই রাতভর বৃষ্টির জেরে সেই বিপজ্জনক দোতলা বাড়িরই একাংশ ভেঙে পড়ল। এদিকে রাতে ঘটনাটি ঘটায় বাসিন্দারা আটকে পড়েছেন। ধ্বংসস্তূপ সরানো না হলে তাঁদের উদ্ধার করা সম্ভব নয়। সকালেও বৃষ্টির বিরাম নেই, তার মধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। বাড়িটির বাকি অংশ দ্রুত ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এদিকে সপ্তাহের কাজের দিনে শিয়ালদহ স্টেশন লাগোয়া বৈঠকখানা বাজারের কর্মব্যস্ততা শুরু হয়েছে। কিন্তু বিপজ্জনক বাড়িটির কাছাকাছি কাউকেই আসতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির অবস্থা এমনকিছু খারাপও ছিল না। রাতভর বৃষ্টির জেরেই বাড়িটি ভেঙে পড়েছে।
[মেডিক্যালে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুজনের]
এদিকে টানাবৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। জল থইথই কাকুঁড়গাছি, পাতিপুকুর, দমদমের আন্ডারপাস, এমজি রোড, সায়েন্সসিটিতে জমেছে জল। সকালেই গাড়ির গতি অনেকটা শ্লথ। উত্তর ও মধ্য কলকাতার বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে। বেলা বাড়লে বাড়তে পারে দুর্ভোগও। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী নিম্নচাপ ওড়িশার দিকে সরে গিয়েছে। তবে এখনই আবহাওয়ার উন্নতির তেমন কোনও সম্ভাবনা নেই। তাই দিনভর বৃষ্টি চলবে। বাড়তে পারে জমা জলও।
The post টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, বৈঠকখানা বাজারে বাড়ি ভেঙে মৃত ২ appeared first on Sangbad Pratidin.