সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোধনের আগেই উৎসবের আমেজ গোটা রাজ্যে। তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল। সোমবার, পঞ্চমীর দিন, শহরের পুজো মণ্ডপগুলিতে রেকর্ড ভিড়ের সম্ভাবনা। কিন্তু, ষষ্ঠীতে কী হবে? ঠাকুর দেখতে পারবে তো বাঙালি? রীতিমতো আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
[রাজ্য সরকারের পুজো কার্নিভালে প্রধান অতিথি অমিতাভ-জয়া]
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখাও। এখন ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখাটি। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি যদি উপকূলের দিকে সরে আসতে শুরু করে, তাহলে ষষ্ঠীতেই বৃষ্টি নামতে পারে রাজ্যে। আবহাওয়াবিদদের আশঙ্কা, পুজোর বাকি দিনগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
[দুঃস্থ শিশুদের নিয়ে পুজো পরিক্রমায় কলেজ পড়ুয়ারা]
বস্তুত, পঞ্জিকা মেনে বাঙালির শারদোৎসব শুরু হয়ে গিয়েছে। কিন্তু, হাওয়া অফিসে ক্যালেন্ডারে এখনও বর্ষাকাল। সাধারণত ৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা। তাই এবার বর্ষার শেষ লগ্নেই হবে দেবীর বোধন। কিন্তু, এই সময়ে বর্ষা দুর্বল থাকায় শরতের আবহাওয়ার দেখা মিলছে। তবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের দৌলতে যে কোনও সময়ে বর্ষা ফের সক্রিয় হতে উঠতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেনন আবহাওয়া বিজ্ঞানীরা। মহালয়ার দিনও বৃষ্টিতে ভেসেছিল শহর কলকাতা। আর এবার পুজোর দিনগুলিতেও আবহাওয়াবিদের আশঙ্কা সত্যি হয় কিনা, এখন সেটাই দেখার।
[ফের একবার শহরের মাথা উঁচু করল ভিক্টোরিয়া মেমোরিয়াল]
The post মহাষষ্ঠীর আনন্দে জল ঢালতে পারে ঘূর্ণাবর্ত ‘অসুর’ appeared first on Sangbad Pratidin.