shono
Advertisement
USAID

ভারতীয় ভোটতন্ত্রে মার্কিন হস্তক্ষেপ! বাইডেনের 'ইন্ডিয়া ফান্ডে' ট্রাম্প-কথার পরই তদন্ত শুরু দিল্লির

ঠিক কী জানিয়েছেন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল?
Published By: Biswadip DeyPosted: 05:32 PM Feb 21, 2025Updated: 05:37 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ ২১ মিলিয়ন ডলার দিত আমেরিকা। তা বন্ধ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এই বিস্ফোরক দাবি ঘিরে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বাগযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। দুই দলই দাবি করেছে, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত শক্তির প্রভাব খাটানোর প্রমাণ এটা। বিজেপির দাবি, ২০১২ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট জাতীয় স্বার্থের বিরোধী শক্তিগুলিকে পরিকল্পিতভাবেই ভারতীয় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিয়েছিল। এদিকে কংগ্রেসের দাবি, বিজেপিই এর থেকে 'লাভের গুড়' খেয়েছে।

এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রক এই বিষয়ে মুখ খুলে যে বিবৃতি পেশ করেছে সেখানে জানিয়েছে, ''ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি বিষয়টি তদন্ত করছে।''

বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “কী প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাব।”  বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক ‘নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে’ ৪৮৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল আমেরিকার প্রাক্তন জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা। এবার থেকে সেই টাকা আর দেওয়া হবে না। ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা হবে অন্যান্য দেশেরও। ট্রাম্পের এমন দাবির পরই শোরগোল সৃষ্টি হয়েছে এই দাবি ঘিরে। এহেন পরিস্থিতিতে মুখ খুলল কেন্দ্র।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ ২১ মিলিয়ন ডলার দিত আমেরিকা। তা বন্ধ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এই বিস্ফোরক দাবি ঘিরে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে বিদেশমন্ত্রক।
  • মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement