shono
Advertisement

Breaking News

উধাও ঝাঁকড়া চুল, নতুন রূপে রাজ-শুভশ্রীর ছেলেকে চেনাই দায়!

কোঁকড়ানো চুল ছিল যুবানের। যার চিহ্নমাত্র এখন আর নেই।
Posted: 02:18 PM Mar 13, 2022Updated: 04:49 PM Mar 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একঝাঁক চুল ছিল মাথায়। তা দুলিয়েই দিব্যি ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াত। কখনও আবার মাঠে নেমে পড়ত ফুটবল খেলতে। মাথা ভরতি সেই চুল আর নেই। এক্কেবারে নেড়া হয়ে গেল রাজ ও শুভশ্রীর রাজপুত্র যুবান (Yuvaan) । ছেলের নতুন রূপের ছবি ও ভিডিও পোস্ট করলেন তারকা দম্পতি।

Advertisement

 

মাথা ভরা কোঁকড়ানো চুল ছিল যুবানের। যার চিহ্নমাত্র এখন আর নেই। ছেলেকে যেন চেনাই যাচ্ছে না। ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, “কে এটা? আমাদের পরিবারের নতুন সদস্য। আমাদের ছোট্ট রসগোল্লা যুবান।”

  

যুবানের এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারকারাও ভালবাসা উজার করে দিয়েছেন কমেন্টবক্সে। “ওলে বাবালে কী মিষ্টি!”, লেখেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। তাতে সায় দিয়েছেন অনেকেই। 

[আরও পড়ুন: ‘দুষ্টু পোলাপান’ গানের ছন্দে উদ্দাম নাচ, বাংলাদেশে বিন্দাস সানি লিওনি]

এদিকে ছেলের ভিডিও আপলোড করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। যাতে মাথায় হাত দিয়ে হয়তো যুবান বোঝার চেষ্টা করছে চুলগুলি গেল কোথায়! ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “সবই চলে গেল!” তাতে আবার মন্তব্য করেছেন পার্ণো মিত্র, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা শর্মা। ভালবাসার ইমোজি দেন অনেকে। 

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, দেখা করলেন কলাকুশলীদের সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement