সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে প্রেক্ষাগৃহে 'পুষ্পা ২' দাপট। অন্যদিকে হলিউড রিলিজ 'মুফাসা'। উপরন্তু চার-চারটে বাংলা সিনেমার রিলিজ। কাকে ছেড়ে কাকে শো দেওয়া হবে? স্বাভাবিকভাবেই হল মালিকরা যেমন চিন্তায়, তেমনই কপালে ভাঁজ প্রযোজক-পরিচালকদের। রিলিজের একদিন আগের হল লিস্টের হিসেব কষে দেখা গেল, রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) 'সন্তান' (Shontaan) দক্ষিণ কলকাতার কোনও 'সিঙ্গল' স্ক্রিনে শো পায়নি। যা নির্মাতাদের কাছে ভীষণ উদ্বেগজনক!
সিঙ্গল স্ক্রিনে শো পাওয়া কেন ব্যবসার জন্য জরুরি? সেই বিশ্লেষণ করতে হলে প্রথমেই উল্লেখ্য সিঙ্গল স্ক্রিনগুলিতে টিকিটের দাম খুব কম। আর সেই কারণেই বেশিরভাগ দর্শক-অনুরাগীরা সেখানেই ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন। অতঃপর পরিচালক-প্রযোজকদের কাছে সিঙ্গল স্ক্রিনে শোয়ের স্লট পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো ঠাঁই পায়নি রিলিজের একদিন আগেও। যার প্রভাব সিনেমার ব্যবসায় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তর-দক্ষিণ মিলিয়ে আইনক্স হাইল্যান্ড পার্ক, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর মানি স্কোয়্যার মল গুলিতে সন্তান-এর শো রয়েছে। তবে উল্লেখ্য, নন্দন কিংবা প্রিয়াতেও ঠাঁই হয়নি এই সিনেমার। জেলাতেও বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে শো রয়েছে 'সন্তান'-এর।
মঙ্গলবার প্রিমিয়ারে রাজের 'সন্তান' দেখার পর গোটা প্রেক্ষাগৃহ আবেগে ভেসেছে। কখনও মিঠুন চক্রবর্তী অভিনীত বাবার চরিত্রের আকুতি দেখে কেউ কেঁদেছেন, আবার প্রতিক্রিয়া দিতে গিয়ে কারও গলার কাছে শব্দগুলো দলা পাকিয়ে গিয়েছে। আইনজীবীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিমিত অভিনয়ও প্রশংসিত হয়েছে। 'স্বার্থপর' ছেলের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীও বাজিমাত করেছেন। কেউ বা আবার সিনেমাটা দেখার পর রাজকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন বাস্তবে মা-বাবাকে অবহেলা করার চেনা নির্মম গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য। শুভশ্রী নিজেও পরিচালক স্বামীকে আলিঙ্গন করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সিনেসমালোচকমহলেও বেশ প্রশংসিত 'সন্তান'। কিন্তু কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও হলে শো পাওয়া নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। দক্ষিণের কোনও সিঙ্গল স্ক্রিনে 'সন্তান' এখনও ঠাঁই পায়নি। বুধবার সন্ধেয় ছবির প্রচারের মাঝেই প্রেক্ষাগৃহে শো পাওয়া নিয়ে বেশ বিব্রত ছিলেন রাজ চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কথোপকথনের মাঝে, হল নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। এবার দেখার শেষমুহূর্তে কোনও অদলবদল হয় কিনা!