সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা চন্দ ও পিয়ান সরকারের প্রেম কাহিনি টলিপাড়ায় জনপ্রিয়। মডেল হান্ট প্রতিযোগিতা থেকে আলাপ, তার পর বিয়ে। ৫ বছর কেটে গিয়েছে রাজা ও পিয়ানের সংসার। তা হলে হঠাৎ করে কী এমন হল, যার জন্য নতুন পাত্র খুঁজছেন পিয়ান?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসল গপ্পোটা শুরু পিয়ানের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই। সম্প্রতি পিয়ান তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর খেলায় মেতেছিলেন। সেখানেই এক নেটিজেন পিয়ানকে প্রশ্ন করলেন আপনি কি সিঙ্গল? সেই উত্তরে পিয়ান বললেন, আছে নাকি কোনও পাত্র আপনার নজরে? পিয়ানের এই পোস্ট দেখেই শোরগোল শুরু নেটপাড়ায়। নিন্দুকরা বলছেন, তাহলে কি রাজার সঙ্গে সম্পর্কে কোনও তিক্ততা? তবে পোস্ট দেখে মনে হচ্ছে ব্য়াপারটা পুরোই রসিকতা করেছেন রাজা চন্দর স্ত্রী।
[আরও পড়ুন: নাবালিকা নিগ্রহের মামলায় বড়সড় স্বস্তি নওয়াজের, অভিনেতার স্ত্রীকে সমন আদালতের]
২০১৮ সালে রাজ চন্দের সঙ্গে বিয়ে হয় পিয়ানের। ইন্ডাস্ট্রির পার্টিতে নানা সময়ই দেখা যায় দুজনকে। সম্প্রতি দেবের গণেশ পুজোতেও দেখা গিয়েছিল দম্পতিকে। পিয়ানের সোশাল মিডিয়া দেখলেই বোঝা যায়, রাজা চন্দর সঙ্গে বেশ সুখেই আছেন পিয়ান।